এইডস রোগ প্রতিরোধে প্রচারাভিযান,মূকাভিনয় শিল্পীদের
নীরেশ ভৌমিক : মারণ রোগ এইচআইভি এইডস দূরীকরণে উদ্যোগী হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলা কর্তৃপক্ষ। এ কাজে লাগানো হয়েছে জেলার লোকশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের।
প্রচারাভিযানে ডাক পেয়েছে ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা ঠাকুরনগর মাইম একাডেমী অফ কালচারের মূকাভিনয় শিল্পীগণ। একাডেমীর কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা চন্দ্রকান্ত শিরালী জানান, বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর আহ্বানে
তারা চলতি মাসের ১৩ তারিখ থেকে ১৮ তারিখ অবধি জেলার মিনাখাঁ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ ব্লকে মাইম মূকাভিনয়ের মাধ্যমে এইডস রোগ প্রতিরোধে মানুষজনকে সচেতন করার প্রয়াস চালাবেন।