জেলার খবরশিক্ষা

মণ্ডলপাড়া হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিমূলক কর্মশালা ।


নীরেশ ভৌমিক : আসন্ন ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই। বিদ্যালয়ের এবারের মাধ্যমিক পরীক্ষার্থীগণকে মানসিক প্রস্তুতির লক্ষ্যে এক প্রস্তুতিমূলক কর্মশালার আয়োজন করে গাইঘাটার মণ্ডলপাড়া হাইস্কুল কতৃপক্ষ।

গত ১৮ই ডিসেম্বর সারাদিন ব্যাপী আয়োজিত কর্মশালার সূচনায় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বরুণ কুমার সিংহ, ভারপ্রাপ্ত শিক্ষক এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ সহ পড়ুয়াদের বেশ কয়েকজন অভিভাবক, আসেন জেলার অন্যতম পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ও চাঁদপাড়া বাণী বিদ্যা বীথির প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ।

স্বাগত ভাষণে প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানান এবং এই কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। এদিনের কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এর (মাধ্যমিক পরীক্ষা) মনোনীত প্রধান পরীক্ষকগণ মাধ্যমিকের সকল বিষয়ের উপর প্রশ্নপত্র এর ধরণ, কোন প্রশ্নের কতটা উত্তর লিখতে হবে ইত্যাদি বিষয়ে উপর আলোকপাত করেন।

সেই সঙ্গে বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়েও আলোচনা করেন। মণ্ডলপাড়া হাইস্কুল আয়োজিত এদিনের কর্মশালায় বিশিষ্ট শিক্ষকগনের মধ্যে ছিলেন বনগাঁ হাইস্কুলের বিশিষ্ট বাংলা শিক্ষক প্রণব কুমার মিত্র, হাবরা পূর্বাঞ্চল হাইস্কুলের শিক্ষক দীপক কুমার মন্ডল (ইংরেজি) বাগদার বাজিতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও প্রধান পরীক্ষক দিলীপ সরকার

(অঙ্ক), বনগাঁর ঘাট বাওড় অঞ্চল আদর্শ হাইস্কুলের শিক্ষক সুভাষ চন্দ্র পাল (জীবন বিজ্ঞান), শক্তিগর হাইস্কুলের শিক্ষক প্রজ্ঞানন্দ পাল (ভৌত বিজ্ঞান), মনিগ্রাম হাইস্কুলের শিক্ষক রবিশঙ্কর দাস (ইতিহাস), গাইঘাটার ডেওপুল অধর মেমোরিয়াল হাইস্কুলের সহ প্রধান শিক্ষক মন্টু কুমার পাল (ভূগোল)।

মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে অনুষ্ঠিত এদিনের কর্মশালাকে ঘিরে সমবেত পরীক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। উপস্থিত অভিভাবকগনও বিদ্যালয়ের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। প্রধান শিক্ষক দেবাশীষ বাবু জানান, আশেপাশের বিদ্যালয়েরও কয়েকজন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *