বিনোদনরাজ্যসাহিত্য ও সংস্কৃতি।

শুরু হল ‘হেলেঞ্চা কলেজ বই মেলা’- ২০২৪

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকের ঐতিহ্যবাহী মহাবিদ্যালয় হেলেঞ্চা ড. বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গনে শুরু হল ৪ দিন ব্যাপী ‘হেলেঞ্চা কলেজ’ বইমেলা।

আজ শুক্রবার সকালে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ‘ঝুমুর নাচ’ সহকারে এক মনোজ্ঞ রোড-শো, সমৃদ্ধ করলো ড. বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষীয় ‘বই মেলার উদ্বোধনের প্রথম পর্য্যায়ের মূহুর্তকে।

দ্বিতীয় পর্য্যায়ে ড. বি.আর আম্বেদকর সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান, কলেজের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজটির ভাইস প্রিন্সিপাল রূপলিনা ব্যানার্জী, গভর্নিং বডির নকুল চন্দ্র হীরা সহ উপস্থিত আমন্ত্রিত অতিথি বৃন্দ।

কলেজটির নব-রূপকার তথা কলেজের জনপ্রিয় অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশের এই মেলার শুভ উদ্বোধন করার কথা থাকলেও অনিবার্য্য কারনে ইউনিভার্সিটিতে জরুরী মিটিং থাকায় উঁনি কিছু সময়ের জন্য উপস্থিত থাকতে পারেননি। তার পরও তাঁরই নেপথ্য নির্দেশনায় ভাইস প্রিন্সিপাল রূপলিনা ব্যানার্জী, বাংলা বিভাগের প্রধান প্রফেসর বাসুদেব মন্ডল,

ইংরাজী বিভাগের প্রধান প্রফেসর অধীর রায়, প্রফেসর চন্দন বিশ্বাস, প্রফেসর আজিজ মন্ডল সহ অন্যান্য প্রফেসরদের আন্তরিক প্রচেষ্টায় সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি এক সময়ে সর্ব্বাঙ্গীন সুন্দর ও প্রানবন্ত হয়ে ওঠে। কলেজের সাংস্কৃতিক উপসমিতি ও ছাত্র-কল্যান উপসমিতির পরিচালনায় অনুষ্ঠিত ২য় বর্ষীয় ‘হেলেঞ্চা কলেজ বইমেলার’

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল রূপলিনা ব্যানার্জী, শিক্ষক সংসদের সম্পাদিকা প্রফেসর লতিকা প্যাটেল, বিভূতি ভূষন বিএড কলেজের প্রিন্সিপাল ড. সুচিস্মিতা মিত্র, বিভূতি ভূষন বিএড কলেজের চেয়ারম্যান মিজানুর মন্ডল,গভর্নিং বডির অন্যতম নকুল চন্দ্র হীরা, রাম চন্দ্র বোস, অঘোর চন্দ্র হালদার, জেলা পরিষদের সদস্য ভানুমতি বালা,

হাসপাতালের বিএমওএইস প্রনব মল্লিক, কবি সজল রঞ্জন হালদার, শিক্ষাকর্মী রবিদাস বিশ্বাস, সাংবাদিক উত্তম সাহা প্রমূখ।এদিন বই মেলা প্রাঙ্গন ঘুরে ঘুরে দেখা গেল, ষ্টল রয়েছে স্থানীয় সাহিত্য পত্র পত্রিকা সহ কলকাতার একাধিক পাবলিকেশন ও পার্শ্ববর্তী বাংলাদেশী

পাবলিকেশনের বইয়েরও, ষ্টল রয়েছে বিভিন্ন প্রকার খাদ্য খাবারেরও, ষ্টল রয়েছে বিভিন্ন প্রকার হস্ত শিল্পের, ষ্টল রয়েছে স্বাস্থ্য সহ পরিবেশ ও সবুজায়নের। এছাড়াও মেলা প্রঙ্গনে এ ক’দিন থাকছে ,অঙ্কন, সাহিত্ত্য সাংস্কৃতি ও বিনোদনের সমাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *