সরকারী ঘোষণায় কলেজ খুললেও নিয়মিত ক্লাস নিচ্ছেন না অধ্যাপকরা। এই অভিযোগে কলেজ গেটে তালা লাগিয়ে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে উত্তাল হেলেঞ্চা বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গণ
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুকের সাথে ক্যামেরায় ইয়াদ আলী মন্ডল ও দীপ্যমান সাহা : নিয়ন্ত্রণে করোনা। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তথা মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের সকল স্কুল কলেজ খুললেও নিয়মিত ক্লাস নিচ্ছেন না হেলেঞ্চা বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যাপকরা।
ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে বার বার কলেজের অধ্যক্ষকে লিখিত ভাবে জানিয়েও কোন কাজ হয়নি এমনি অভিযোগের ভিত্তিতে আজ হেলেঞ্চা বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃনমুল ছাত্র পরিষদের জি এস স্মরজিৎ ঢালী নেতৃত্বে সংগঠনের সদস্যরা নিয়মিত ক্লাস নেওয়ার দাবিতে কলেজ গেটে ও প্রধান গেটে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
ছাত্র নেতৃত্ব গেটে দলীয় পতাকা লাগিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে প্রায় ঘন্টা খানেক অবরুদ্ধ করে রাখে কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দাশ সহ অধ্যাপকগন ও অশিক্ষক কর্মচারীদের। তারপর নিয়মিত ভাবে অর্থাৎ আগের মতই পঠনপাঠনের কার্যক্রম চলবে এমন আশ্বাসের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের অবরোধ ওঠে যায় বলে জানা গেছে।
এ ব্যপারে পারফেক্ট টাইম নিউজ পোর্টালর পক্ষ থেকে উক্ত কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দাশের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, মহামারী করোনা কালেও অনলাইনে ক্লাস করেছেন কলেজের অধ্যাপকগন। কিন্তু ১৫জন শিক্ষকের মধ্যে কলেজের চুক্তি ভিত্তিক ৮জন শিক্ষক রহস্যজনক কারণে করোনার পর থেকে নিয়মিত ক্লাস নিচ্ছেন না এবং কলেজের পক্ষ থেকে বার বার বলার সত্ত্বেও এ ব্যপারে পরিস্কার করে তাঁরা কিছু জানাচ্ছেও না।
এই জন্যই সঠিকভাবে কলেজের ছাত্র-ছাত্রীদের- ক্লাস নেওয়ার কাজে বাধার সৃষ্টি হচ্ছে। কলেজ পরিচালনা কমিটির সদস্যের দাবী ছিল তাঁরা যেন সপ্তাহে ৪দিন ক্লাস নেয় কিন্তু তাঁরা কোন ক্রমেই ৩দিনের বেশি ক্লাস নিতে রাজি হয়নি তারপরও সরকারী ঘোষণা অনুযায়ী করোনা নিয়ন্ত্রণের পর কলেজ খুললেও উক্ত চুক্তি ভিত্তিক শিক্ষকরা ঠিকমত কলেজে আসছেনা। এ ব্যপারে টিচার্স ফ্রন্টের সেক্রেটারিকে জানিয়েও নাকি কোন সদুত্তর মেলেনি বলে অভিমত ব্যক্ত করেন উক্ত কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দাশ।