গ্রামের খবর

নবদ্বীপের শ্মশানে শবদেহ সৎকার করতে যাওয়ায় শেষ যাওয়া হলো পরমাদনের ১৯ ভাগ্যহীনের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ইয়াদ আলী মন্ডল ও ওমর ফারুকের সাথে ক্যামেরায় সুকান্ত দাস ও আজিজুর মন্ডল : নবদ্বীপের শ্মশানে শবদেহ সৎকার করতে যাওয়ায় শেষ যাওয়া হলো পরমাদনের ১৯ ভাগ্যহীনের।

গতকাল রাতে এলাকার ২৬জন নারী পুরুষ নবদ্বীপ শশ্মান ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়া শবদেহবাহী ৭০৯ লরিটি হাঁসখালি-কৃষ্ণনগর রাজ্য সড়কে ফুলবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকা এক পাথর বোঝাই ফুল পাঞ্জাব ১০চাকা লরির সামনের অংশে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে।

ঘটনার আকস্মিকতায় দুমড়ে মুচড়ে যায় শবদেহবাহী ৭০৯ লরিটি। রাত দু’টোর দিকে সংঘটিত দুর্ঘটনার ভয়াবহতায় ও আহতদের গগনভেদী আর্তনাদে ভারী হয়ে ওঠে ঘটনাস্থলের আকাশ বাতাস। সঙ্গে সঙ্গেই বিছানা ছেড়ে ছুটে আসে স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগায়। খবর যায় পুলিশে তারাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করে। 

আহতদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আশংকাজনক কয়েকজন রোগীকে কলকাতায় স্থানান্তরিত করেন। জানা গেছে ঘটনা স্থলেই মৃত্যু হয় কয়েক জনের। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের মধ্যে ৬ জন মহিলা ও ১ জন শিশু, ১১ জন পুরুষ ও গাড়ীর চালক সহ সব মিলিয়ে মোট ১৯ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এখানে বিশেষ ভাবে উল্লেখ্য, মৃতের তালিকায় এক পরিবারের ১৩ জন নারী পুরুষ রয়েছে।  এই ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে বাগদার পারমাদন ফরেস্ট এলাকার উত্তরপাড়া গ্রামে।

স্বজনহারাদের সান্তনা ও সমবেদনা জানাতে ছুটে আসেন প্রধান সৌমেন ঘোষ, তৃণমূল কংগ্রেসের পুর্ব ও পশ্চিম ব্লক সভাপতি যথাক্রমে পরিতোষ সাহা ও অঘোর হালদার, বাগদা থানার ওসি উৎপল সাহা, পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ সহঃসভাপতি তরুন ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলা সভানেত্রী আলো রানী সরকার, রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখ। 

স্মরনকালের সবচেয়ে বড় মাপের হৃদয়বিদারক ঘটনায় টুইট করে মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও আন্তরিক ভাবে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিও।

ঘটনার বিবরণে প্রকাশ, বাগদা থানার পারমাদন উত্তরপাড়া এলাকার বাসিন্দা গোপাল মহুরীর স্ত্রী শিবানী মহুরী (৭০) এর মৃতদেহ সৎকার করার জন্য গত শনিবার রাত পৌনে একটা নাগাদ পরিবারের লোকজন ও  প্রতিবেশীরা নবদ্বীপ শশ্মান ঘাটের উদ্দেশ্যে পারমাদন উত্তর পাড়া থেকে রওনা দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *