খেলার খবর।জেলার খবর

প্রজাতন্ত্র দিবসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঠাকুরনগর পরশ সাংস্কৃতিক সংস্থার

নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন গত ২৬ জানুয়ারি দেশের ৭৫ তম সাধারণতন্ত্র দিবস মর্যাদা সহকারে উদযাপন এবং সেই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে সংস্থা অঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে ও মনীষীদের প্রতীকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাধীনতা আন্দোলন, দেশের স্বাধীনতা লাভ ও ডঃ বি আর আম্বেদকরের নেতৃত্বে দেশের সংবিধান রচনার ইতিবৃত্ত তুলে ধরে মূল্যবান বক্তব্য রাখেন সংস্থার কর্ণধার ও বিশিষ্ট মূকাভিনেতা শাশ্বত বিশ্বাস। প্রজাতন্ত্র দিবস উদযাপন শেষে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

কচি-কাঁচাদের উপস্থিতি ও অংশগ্রহণের ক্রীড়া প্রতিযোগিতা বেশ জমজমাট হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগী গনের হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্টজনেরা।

পরশ সংস্থার সদস্য কচি-কাঁচাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে এদিনের প্রজাতন্ত্র দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন অনুষ্ঠান এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *