খেলার খবর।জেলার খবর

এক বন্ধুত্ব মূলক খেলাধুলার অনুষ্ঠান হল বনগাঁ বিভূতি ভূষন বি.এড কলেজ ও হেলেঞ্চা ডঃ বি.আর. আম্বেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের মধ্যে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ খেদাপাড়ার বিভূতি ভূষন বি.এড কলেজ ও হেলেঞ্চা ডঃ বি.আর.আম্বেদকর শত বার্ষিকী মহাবিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হল ‘সৌহার্দ্য’ তথা এক বন্ধুত্ব মূলক খেলাধুলার অনুষ্ঠান। বনগাঁ বি.এড কলেজ প্রাঙ্গনে দুই কলেজর প্রায় ১২০ জন খেলোয়ার উক্ত খেলায় অংশ গ্রহণ করে।

খেলা গুলির মধ্যে ছিল ৫০ মিটার দৌড়, আলু দৌড়, লং জাম্প, শর্টপাট, ইত্যাদি। হেলেঞ্চা কলেজের পক্ষে ৮ জন ছাত্র ও ৪ জন ছাত্রী বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করে ৬টা পদক ছিনিয়ে আনতে সক্ষম হয়। জানা গেছে, অংশ গ্রহনকারী হেলেঞ্চা কলেজের মৌমিতা বিশ্বাস আলু দৌড়ে প্রথম ও ৫০ মি: দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করে।

আলু দৌড় ও ৫০ মি: দৌড়ে অনুপমা বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করে। লং-জাম্পে শোভন মন্ডল-প্রথম স্থান ও সম্রাট সর্দ্দার তৃতীয় স্থান অধিকার করে। উক্ত সৌহার্দ্য ম্যাচে হেলেঞ্চা কলেজের পক্ষে কোচ হিসাবে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম বিশ্বাস।

উল্লেখ্য, গত মঙ্গলবার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বনগাঁ খেদাপাড়ার বিভূতি ভূষন বি.এড কলেজের সন্মানিত শিক্ষক শিক্ষিকাদের সাথে উপস্থিত ছিলেন, হেলেঞ্চা কলেজের অধ্যক্ষ ডঃ চিওরঞ্জন দাশ ও অধ্যাপক কৌশিক সাউ, আজিজ মন্ডল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *