গ্রামের খবর

প্রধান শিক্ষকের স্বেচ্ছায় বদলীর সিদ্ধান্তে উত্তাল বাকসা হাইস্কুল প্রাঙ্গণ। স্কুল ছাড়লে আ-মরন অনসনের হুমকি ছাত্র-ছাত্রীদের

প্রধান শিক্ষকের স্বেচ্ছায় বদলীর সিদ্ধান্তে উত্তাল বাকসা হাইস্কুল প্রাঙ্গণ। আ-মরন অনসনের হুমকি ছাত্র-ছাত্রীদের
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ইয়াদ আলী মন্ডল ও ওমর ফারুকের সাথে ক্যামেরায় সুকান্ত দাস ও আজিজুর মন্ডল :  ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকদের আবেগ সমৃদ্ধ প্রতিবন্ধকতা প্রধান শিক্ষকের স্বেচ্ছায় বদলীর সিদ্ধান্তে বাঁধ সাধলো।

প্রধান শিক্ষক বদলী নিয়ে বাড়ির নিকটস্থ স্কুলে চলে যাচ্ছেন এই খবর পেয়ে আজ সকাল থেকে বাকসা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দলে দলে স্কুল প্রাঙ্গনে এসে “আমাদের দাবী মানতে হবে, হেড স্যারকে স্কুলে থাকতে হবে”, “আমরা হেড স্যারকে যেতে দিচ্ছি না দেব না” ইত্যাদি প্ল্যাকার্ড সহ শ্লোগানে শ্লোগানে মুখরিত ছাত্র-ছাত্রীরা স্কুল থেকে তাদের প্রিয় প্রধান শিক্ষক বদলি হলে আমরন অনশনেরও ঘোষণা দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দুলাল পাল, বাগদা গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্য সঞ্চালক অমূল্য হালদার, অভিভাবক প্রতিনিধি শচীন্দ্র নাথ মন্ডল, বাসুদেব মন্ডল সহ অসংখ্য গ্রামবাসীরা। তারাও ছাত্র-ছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করে বদলির সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রধান শিক্ষক সৌমিত্র বাগচীর সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেন এবং বিদ্যালয়ের জন্য তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বদলীর সিদ্ধান্ত পরিবর্তনের সবিনয় অনুরোধে করেন।

গ্রামবাসী তথা এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য দুলাল পাল বলেন, স্কুলের সার্বিক উন্নয়ন, উন্নত পরিকাঠামো, সরকারী পদে থেকে বাকসার মত প্রত্যন্ত গ্রামেও এত সুন্দর শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া যায় সেটা উঁনিই করে দেখিয়েছেন। অভিভাবকগন স্কুল পরিচালনা কমিটির সদস্য সহ গ্রাম পঞ্চায়েত সদস্যরা যৌথ ভাবে প্রধান শিক্ষক সৌমিত্র বাগচী স্বেচ্ছা বদলির সিদ্ধান্ত পরিবর্তনের জোর দাবী জানান।

যেহেতু স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের প্রধান শিক্ষক বদলী হলে স্কুল চত্ত্বরে আ-মরন অনসনে বসবে বলে জানিয়েছে সেহেতু এই ধরনের ঝুঁকিপুর্ন সমস্যা এড়াতে স্থানীয় বুদ্ধিজীবিরা বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ প্রধান শিক্ষক সৌমিত্র বাগচী জানান, আমার প্রানপ্রিয় ছাত্র-ছাত্রী সহ অভিভাবকগন স্কুল পরিচালনা কমিটির সদস্যদের আবেগ ও তাদের ভালোবাসা আমার ‘অন্য স্কুলে বদলির’ মত পরিবর্তনে বাধ্য করেছে। কিন্তু যেহেতু উক্ত দপ্তর আগেই বদলির দাবী মঞ্জুর করেছেন সেহেতু আমি আমার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করবো সংশ্লিষ্ট সরকারী দপ্তরে অনুরোধ জানিয়ে এই বদলি যাতে বন্ধ হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *