পাটকেলগাছা এফ.পি স্কুলে 68 নং ব্যাটলিয়ন বিএসএফ কর্তৃক মানব পাচার ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি
পারফেক্ট টাইম ওয়েব ডেক্স : গত ২১ শে ফেব্রুয়ারী বাগদার পাটকেলগাছা এফ.পি স্কুলে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়ন, এনজিও এ.এইচ.টি.ইউ টিম রামনগর এবং এনজিও সদস্যদের উদ্যোগে বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম, লিঙ্গ বৈষম্য, সোশ্যাল মিডিয়ার পরিণতি এবং মানব পাচার প্রতিরোধ সহ একাধিক বিষয়ের উপর আলোকপাত করে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক এক বিশেষ কর্মসূচী।
যার লক্ষ্য ছিল এই গুরুতর সামাজিক সমস্যাগুলি সম্পর্কে স্থানীয় গ্রামবাসীকে অভিহিত করা ও অনুভূতিশীল করে তোলা। উক্ত সৌহার্দ্যপুর্ণ অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, INSP/AHTU লোকেশ কুমার আগরওয়াল, ইন্সপেক্টর রাজেন্দ্র প্রসাদ, SI/AHTU হারনাম চাঁদ, SI M/AHTU সিমা কুমারী a/w রামনগরের AHTU টিম এম/সিটি সহ সমাজ কর্মী সৌমেন রায়, শ্রীমতী পূজাধাম, প্রধান শিক্ষক বিশ্বনাথ মল্লিক, শিক্ষক রবীন্দ্র ঘোষ, সমীর মন্ডল, প্রিয়নাথ বিশ্বাস, শ্রীমতী ঝুমা ঘোষ ও পঞ্চায়েত সদস্য তুহিন মন্ডল, শ্রীমতী অর্চনা পারুই প্রমূখ সহ ২০৯ জন গ্রামবাসী।
সচেতনতামূলক এই অনুষ্ঠানটিতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ স্থানীয় গ্রামবাসীবৃন্দের সক্রিয় অংশগ্রহণ প্রত্যক্ষ করা গেছে।