মাইনোরিটি সেলের সভা অনুষ্ঠিত পাটকেলপোতা গ্রামে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ বাগদা ব্লকের পাটকেলপোতা গ্রামে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি ইব্রাহিম মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল এক সান্ধ্যকালীন পথ সভা।
এই পথ সভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু নেতা-কর্মী তৃনমুল কংগ্রেসে যোগদান করেন।
এই অনুষ্ঠানে বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ সাংগঠনিক জেলার মাইনোরিটি সেলের সভাপতি রাজ্জাক মোল্লা, সহ-সভাপতি রহমান, গোপা রায়, তরুণ ঘোষ, প্রতিমা রায়,
অর্চনা বসু, রাম চন্দ্র বসু, মাধুরী সরকার, কিষান সভার সভাপতি সুবোধ বিশ্বাস, বাগদা পশ্চিম ব্লক মাইনোরিটি সেলের সভাপতি সাহাজুল মন্ডল, তৎসহ বাগদা পূর্ব ব্লকের সভাপতি ইব্রাহিম মন্ডল প্রমুখ।