আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অন্যান্য।জেলার খবর

দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে “দৃষ্টি”র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালা” য় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নীরেশ ভৌমিক : গত ২১শে ফেব্রুয়ারী বুধবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে “দৃষ্টি”র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালা” য় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন বিকেল ঠিক ৪ টে “International Theatre Festival of India 2024” উপলক্ষে “দৃষ্টি”র প্রযোজনায় মঞ্চস্থ হয় “বসুধৈব কুটুম্বকম”।

এরপর বিকেল ৫:৩০ টা থেকে শুরু হয় ভাষাদিবস উদযাপন। দৃষ্টির সকল সদস্য বৃন্দ ও উপস্থিত দর্শকদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান খুব সুন্দর ভাবে সংগঠিত হয়। বর্তমান থিয়েটার ও সংস্কৃতি চর্চায় দত্তপুকুর দৃষ্টি যে নিরলস প্রচেষ্টা ও উৎসাহের সাথে এগিয়ে চলেছে এই অনুষ্ঠানে আরও একবার সেটি প্রমাণিত হয়।

সমগ্র অনুষ্ঠানটির শেষে “দৃষ্টি” র কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য আগামী ১০ ই মার্চ ২০২৪, বিশ্ব নারী দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *