খেলাজেলার খবর

চাঁদপাড়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গড়িয়া বয়েজ

নীরেশ ভৌমিক: ২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিবা-রাত্র ব্যাপী শর্ট হ্যান্ড নট আউট ক্রিকেট টুর্নামেন্ট এবং সেই সঙ্গে এলাকার দুস্থ মহিলাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে চাঁদপাড়া ক্রিকেট লাভার্স সংগঠনের সদস্য’গণ। চাঁদপাড়া স্টেশন পার্শ্বস্থ ঢাকুরিয়া শালবাগান প্রাঙ্গণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন জেলার ১৬ টি দল অংশগ্রহণ করে।

সন্ধ্যায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়, শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, চাঁদপাড়ার প্রধান দীপক দাস, উপ-প্রধান বৈশাখী বিশ্বাস, সমাজকর্মী সমীর হাজরা, উত্তম লোধ, গোলক ভট্টাচার্য, গৌতম দাস ও প্রাক্তন ক্রিকেটার তপন বর্ধন, চঞ্চল রায়চৌধুরী ও গৌরাঙ্গ দাস।

এছাড়াও ছিলেন পঞ্চায়েত সদস্য উত্তম সাহা, সোমা গাইন, সুষমা মজুমদার প্রমূখ। আয়োজক ক্রিকেট লাভার্স এর কর্ণধার পার্থজিত গুহ উপস্থিত সকলকে স্বাগত জানান। সদস্য’গণ সকলকে বরণ করে দেন।সভাপতি ইলা বাকচি আর বক্তব্যে ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং ক্রিকেট লাভার্স আয়োজিত এই টুর্নামেন্টের প্রশংসা করে প্রতিবছর এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ইলাদেবী সহ উপস্থিত বিশিষ্টজনেরা দুস্থ মানুষজনের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান। অপরাহ্ন থেকে খেলার মাঠে অগণিত দর্শকের উপস্থিতি চোখে পড়ে। মধ্যরাতের আকস্মিক বৃষ্টিকে উপেক্ষা করে শেষ রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিরাটি স্পাইট টিমকে পরাস্ত করে গড়িয়া বয়েজ ক্লাব টুর্নামেন্টের শেরার শিরোপা অর্জন করে।

আয়োজক চাঁদপাড়া ক্রিকেট লাভার্স টিমের কর্ণধার পার্থজিত গুহ জানান, চ্যাম্পিয়ন গড়িয়ার টিমকে নগদ ৩০ হাজার টাকা ও সৈকত দাস স্মৃতি ট্রফি ও রানার্স বিরাটি স্প্ৰাই টিমকে রাকেশ মজুমদার স্মৃতি ট্রফি ও নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। চাঁদপাড়ার ক্রিকেট লাভার্স আয়োজিত এদিনের শর্টহ্যান্ড নক আউট ক্রিকেট টুর্নামেন্ট এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *