পালিত হলো ‘চিরন্তন জাতীয় নাট্য উৎসব ২০২৪’
নীরেশ ভৌমিক : চিরন্তন জাতীয় নাট্য উৎসব ২০২৪ পালিত হল মহাসমারোহে। অষ্টম বর্ষীয় চিরন্তন নাট্য উৎসব ২০২৪ শুরু হয় ১৫, ১৬ এবং ১৭ই মার্চ। প্রথম দিন ঠিক সাড়ে পাঁচটায় অতিথি বৃন্দকে সঙ্গে নিয়ে বাংলার আদি প্রথা মেনে গর্বিতা দাসের দ্বীপ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্জলন করা হয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্তের সাধারণ সম্পাদক অমিতাভ মুখোপাধ্যায়।
প্রফেসর নাট্যকার এবং অভিনেতা ডঃ অপূর্ব দে সাংবাদিক পাঁচু গোপাল হাজরা এবং স্বপন কুমার দাস। উদ্বোধনী অনুষ্ঠান পর্বে ছিল জয়ন্ত বিশ্বাসের পরিচালনায় চিরন্তনের শিশু শিল্পী অদ্রীশ দাসের গৌড়ীয় নৃত্য। চিরন্তন নাট্যোৎসবের প্রথম দিনের প্রথম নাটক বিষয়ের বিষ ব্যারাকপুর নিহারিকা প্রযোজিত অসীম কর্মকারের নির্দেশনায় আলকাপ ঘরানার নাটক দর্শকমনে বেশ আনন্দ দিতে পেরেছে।
এই দিনের দ্বিতীয় নাটক ছিল জম্মু-কাশ্মীর থেকে আগত লাকি গুপ্তার হাজার রজনী অতিক্রান্ত মা মুঝে টেগর বানা দে মিশ্রিত ভাষায় হলেও দর্শকের বুঝতে কোন অসুবিধা হয়নি। দ্বিতীয় দিনের প্রথম নাটক ছিল গোবরডাঙ্গা চিরন্তন এর নিজস্ব প্রযোজনা তথ্য নির্ভর রামায়ণ চর্চা নাটকটি রচনাকার দলের সম্পাদিকা সুতপা কর্মকার।
সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন দলের প্রতিষ্ঠাতা পরিচালক অজয় দাস। এই নাটকে রামায়ণের কোন গতানুগতিক বিষয় দেখানো হয়নি। এই নাটক থেকে কোন ব্যক্তি নিজে বা সমাজের প্রয়োজনে এই রামায়ণ থেকে কি কি শিক্ষা পাওয়া যেতে পারে সেই বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে এই গবেষণামূলক রচনাটিতে। প্রসঙ্গত এই নাটকে কলাকুশলীরা হলেন আশীষ বিশ্বাস গর্বিতা দাস সুতপা কর্মকার লক্ষণ বিশ্বাস দিশা সর্দার রিয়া বিশ্বাস অনুষ্কা বিশ্বাস প্রলয় সরদার সায়ন দাস
রাজ মন্ডল অদ্রীশ দাস এবং অজয় দাস দ্বিতীয় দিনের দ্বিতীয় অনুষ্ঠান ছিল বাংলার আদি এবং অকৃত্রিম গৌড়ীয় রীতি কলাশ্রম এর জয়ন্ত বিশ্বাসের গৌড়ীয় নৃত্য। এই দিনের তৃতীয় এবং শেষ অনুষ্ঠান মারগন কলেজ স্ট্রিট কোলকাতা প্রযোজনা আত্মারাম। অষ্টম চিরন্তন নাট্যোৎসব তৃতীয় এবং শেষ দিনের প্রথম পর্বে ছিল সেমিনার বিষয়ে দা রোল অফ থিয়েটার ফর ফিউচার জেনারেশন বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বক্তা
ছিলেন আশিস চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমী সদস্য এবং প্রবীর ভট্টাচার্য সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এক্সিকিউটিভ মেম্বার তথা নিউজ প্রেজেন্টার আকাশবাণী মৈত্রী কোলকাতা ।সেমিনারের সঞ্চালক ছিলেন দলের প্রতিষ্ঠাতা অভিনেতা পরিচালক অজয় দাস। গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে তিনদিনের জাতীয় নাট্য উৎসবের শেষ মঞ্চায়ন ছিল গোবরডাঙ্গা শিল্পায়নের পূর্ণাঙ্গ নাটক পদ্মা নদীর মাঝি যার নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন আসিস চট্টোপাধ্যায়।
এই তিন দিনের অনুষ্ঠানে প্রচুর দর্শক সমবেত হয় এবং যথেষ্ট আনন্দ উপভোগ করে বলে জানা যায় তিন দিনের অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলেন চিরন্তনের সম্পাদিকা সুতপা কর্মকার। সমগ্র অনুষ্ঠানের কারিগরি সহায়তা করেছেন দলের সদস্য গর্বিতা দাস। সমগ্র অনুষ্ঠানটি ভারত সরকার সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তা আছে বলে জানান সম্পাদিকা সুতপা কর্মকার।