“লক্ষী বাই” আত্মরক্ষা মূলক প্রশিক্ষন শুরু হলো বাগদা ব্লকের ২৪টা হাই স্কুলে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সমগ্র পশ্চিম বঙ্গের মত বাগদা ব্লকের ২৪টা হাই স্কুলে ১২ জন ট্রেনারের মাধ্যমে গত মার্চ মাস থেকে শুরু হল
পশ্চিমবঙ্গ সরকারের সর্ব শিক্ষা মিশনের অধীন ডিষ্ট্রিক প্রজেক্ট শেলফ ডিফেন্স ট্রেনিং ‘লক্ষী বাই আত্মরক্ষা প্রশিক্ষন’ ২০২৩-২০২৪।
এই আত্মরক্ষা মূলক ট্রেনিংটি মূলতঃ ৮ম শ্রেনীর ছাত্রী থেকে শুরু করে ১২ ক্লাসের ছাত্রীদের জন্য। তারা যাতে নির্ভয়েপথে ঘাটে চলাফেরা করতে পারে।
তার জন্য সরকারি ভাবে এই আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।