68 ব্যাটলিয়নের বিএসএফ, শক্তি বাহিনী (এন জি.ও) বারাসাত, এ.এইচ টি.ইউ টিম রামনগর এবং হেলেঞ্চা গার্লস হাই স্কুলের ছাত্রীদের সহযোগিতায় অনুষ্ঠিত হল “মানব পাচার প্রতিরোধ” বিষয়ের উপর সচেতনতা মূলক অনুষ্ঠান
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ সকালে বিএসএফের 68 ব্যাটলিয়নের অধীন বিওপি রণঘাটের সহায়তায় শক্তি বাহিনী (এন জি.ও) বারাসাত, এ.এইচ টি.ইউ টিম রামনগর এবং
হেলেঞ্চা গার্লস হাই স্কুলের ছাত্রীদের সহযোগিতায় “মানব পাচার প্রতিরোধ” বিষয়ের উপর একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এম/সিটি সহ রামনগরের এ.এইচ.টি.ইউ টিমের সাথে এস.আই হারনাম চাঁদ সাহেবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সচেতনতা মূলক অনুষ্ঠানে মানব পাচার সংক্রান্ত বিষয় যেমন- বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম,
লিঙ্গ বৈষম্য, স্যোশাল মিডিয়ার পরিণতি এবং মানব প্রতিরোধের মতো অন্যান্য সম্পর্কিত বিষয়ের উপর সচেতনতা মূলক বক্তৃতা দেওয়া হয় বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
উক্ত অনুষ্ঠানে বিএসএফ টিমের সাথে বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের বারাসাতের শক্তিবাহী এনজিও এর বিশিষ্ঠ সামাজিক কর্মী মিস্ পূজা ঘোষ, সামাজিক কর্মী শ. সৌমেন রায়,
হেলেঞ্চা গার্লস হাই স্কুলের শিক্ষিকা ইনচার্জ শ্রীমতি শিলা বিশ্বাস, হেলেঞ্চা গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা যথাক্রমে আপনা সোনার, অর্পিতা সরকার, তনুশ্রী সর্দার, শ্বাস্বতী দাস, সুমিতা ঘোষ, প্রতিমা দাস,
সুস্মিতা সরকার প্রমূখদের সাথে ১৬৫ জন শিক্ষার্থী সহ মোট ১৭৩ জন ব্যাক্তি উপরোক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, উক্ত সচেতনতা মূলক অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।