জেলার খবরধর্মীয় খবর।শিক্ষা

গাইঘাটা ঢাকুরিয়ায় রাধা কৃষ্ণ মন্দিরের শত কণ্ঠে গীতা পাঠ

নীরেশ ভৌমিক : শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা মহোৎসব উপলক্ষে শতকন্ঠে গীতা পাঠ এবং সেই সঙ্গে নাম সংকীর্তন অনুষ্ঠিত হল চাঁদপাড়ার ঢাকুরিয়া সোনালী সংঘ প্রাঙ্গণের রাধা কৃষ্ণ মন্দিরে।

মন্দির উন্নয়ন কমিটির পরিচালনায় গত ১২ এপ্রিল অপরাহ্নে ভাগবত পাঠের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়।

১৩ই এপ্রিল সকালে মন্দির অঙ্গনে অনুষ্ঠিত শতকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে দেবেশানন্দজী মহারাজ, ভোলানাথ মহারাজ, মধুসূদন মহারাজ, শংকর আচার্য ছাড়াও অন্যতম ভক্ত নিহার রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে গীতা পরিবারের সদস্য-সদস্যা’গণও অংশগ্রহণ করেন।

গীতা পাঠের অনুষ্ঠানকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে অন্যতম ভক্ত অনুপ সেনগুপ্ত এবং বেলফুল মিশন তপোবনের প্রাণপুরুষ ধর্মপ্রাণ সুভাষ মোহন্ত।

কয়েক’শত ভক্তজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গীতা পাঠের অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *