রবীন্দ্র নাট্য সংস্থার আন্তঃ বিদ্যালয় নাট্য কর্মশালা
নীরেশ ভৌমিক : বিগত বছর গুলির মত এবারও গ্রীষ্মাকাশে আন্তঃ বিদ্যালয় নাট্য-কর্মশালার আয়োজন করে গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল রবীন্দ্র নাট্য সংস্থা।
গত ২২ এপ্রিল গোবরডাঙ্গার শ্রীচৈতন্য স্কুলে প্রদীপ প্রোজ্জ্বলন করে সপ্তাহব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন পৌরসভার স্থানীয় কাউন্সিলর বাসন্তী ভৌমিক।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রবীন্দ্র নাট্য সংস্থার প্রাণপুরুষ ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিশ্বনাথ ভট্টাচার্য। এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রী কর্মশালায় অংশগ্রহণ করে।
নাট্য পরিচালক বিশ্বনাথ বাবুর নির্দেশে প্রশিক্ষনার্থী শিশু-কিশোর’গণ তিনটি গ্রুপে বিভক্ত হয়ে নিজেরাই কাহিনী নির্বাচন, নাটক প্রস্তুত এবং অভিনয় চর্চায় মননিবেশ করে।গত ২৮ এপ্রিল অপরাহ্নে বিদ্যালয়ের অঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী’গণ কর্মশালায় প্রস্তুত নাটকগুলি পরিবেশন করে।
‘গরীবের প্রতি অনাচার, গুপ্তধনের সন্ধানে সামান্য কুকর্ম, ধ্বংসের মুখে প্রকৃতি’ ইত্যাদি চারটি মজার ও শিক্ষামূলক নাটিকা সমূহ পরিবেশন। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অভিনয় সমৃদ্ধ শিক্ষামূলক নাটক গুলি সমবেত সংস্কৃতি ও নাট্য সংস্থার ছোট্ট সদস্যা
আলোকবর্তিকা সহ কচিকাঁচা কুশীলব’গণ মনোরম প্রকৃতি ও নির্মল পরিবেশ গড়ে তুলতে বিদ্যালয়ের প্রাঙ্গণে ১টি গাছের চারা রোপন করে।
অপরাহ্ণের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন প্রবীণ শিক্ষক অলকানন্দ বসু, পলাশ মন্ডল, সংগীত শিক্ষক মিহিরলাল চক্রবর্তী, নাট্যপ্রেমী অনিমেষ বসাক, সাংবাদিক পাঁছুগোপাল হাজরা,
সৈয়দ জাহাঙ্গীর হাবিব প্রমুখ।সকলেই তাঁদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতি ও নাট্যচর্চা ও প্রসারে রবীন্দ্র নাট্য সংস্থার এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।
সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের আহ্বানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সকল প্রশিক্ষণার্থীর হাতে শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান।