‘আলোচনা চক্রের’ বর্ষবরণে সংবর্ধিত নৃত্যশিল্পী অরূপ ও মৃন্ময়

নীরেশ ভৌমিক : নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মহাসমারোহে সম্পন্ন হল চাঁদপাড়ার সানাপাড়া আলোচনাচক্র আয়োজিত ৫৮ তম বর্ষবরন উৎসব ১৪৩১। বর্ণাঢ্য প্রভাতফেরী ও বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী আয়োজিত উৎসবের সূচনা হয়।

উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলির মধ্যে ছিল ছড়ার গান, রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য, আবৃত্তি ও ছোটদের নাটক ‘অর্থই অনর্থ’ যাত্রাপালা নটী বিনোদিনী। সংস্থার সদস্য-সদস্যা’গণ পরিবেশিত নৃত্যনাট্য বঙ্গতীর্থ। এছাড়াও ছিল বহিরাগত শিল্পী সমন্বয়ে মনোজ্ঞ বিচিত্রা অনুষ্ঠান।

উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, অঞ্জনা বৈদ্য, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, উপপ্রধান বৈশাখী বর, শিক্ষক দেবাশিষ রায়, শ্যামল বিশ্বাস, অবসরপ্রাপ্তা প্রধান শিক্ষিকা রত্না রায়, সমাজকর্মী কপিল ঘোষ প্রমুখ।

সকল বিশিষ্টজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান উৎসব কমিটির সভাপতি সুশান্ত মন্ডল ও সম্পাদক মনোতোষ সরকার। বিশিষ্টজনেরা দীর্ঘ ৫৮ বছর যাবৎ অনুষ্ঠিত বাংলা তথা বাঙালীর এই মহতী উৎসবের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।

বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগী’গণের মধ্যে পুরস্কার প্রদান শেষে বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক মৃন্ময় সাহা ও অরূপ সরকারের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দিয়ে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চাঁদপাড়ার নুপুর নৃত্যকলা কেন্দ্রের বিশিষ্ট নৃত্য শিক্ষিকা কাকলি আঢ্যকেও পুরস্কারে ভূষিত করেন। নানা সংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে তিন দিনব্যাপী আয়োজিত আলোচনা চক্রের ৫৮ তম বর্ষের বর্ষবরণ উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।








