জেলার খবরধর্মীয় খবর।

ঢাকুরিয়ায় সাড়ম্বরে লোকনাথ বাবার তিরোধান দিবস উদযাপন

নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার ঢাকুরিয়া কুন্ডু পাড়ায় গত ২রা জুন মহাসমারোহে উদযাপিত হল লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান দিবস। অন্যতম ভক্ত জয়দেব বর্ধনের বাসভবন অঙ্গনের লোকনাথ মন্দিরে সাড়ম্বরে পূজোর আয়োজন করা হয়।

পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ফুল-মালায় সাজানো হয়। বাড়ির মেয়ে, বৌ ছাড়াও পাড়ার মহিলাগণও পুজোয় অংশগ্রহণ করেন। এলাকার বহু ভক্তজন পুজো দেখতে আসেন।

আসেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যতম সংগঠক ও লোকনাথ ভক্ত জয়দেব বর্ধন আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

পুজো শেষে অঞ্জলি প্রদান ও যঞ্জানুষ্ঠান শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। মধ্যাহ্নে সকলের জন্য ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা।

সারাদিনব্যাপী অগণিত ভক্তের সমাগমে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে এদিনের আয়োজিত লোকনাথ পুজো ও স্মরণ অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *