আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরবিনোদন

খড়দহ দ্বি সাত্তিক এর দর্শক প্রশংসিত নাটক আজকের হ্যামলেট

নীরেশ ভৌমিক : গত ১৬ জুন নাটকের শহর গোবরডাঙ্গার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল খড়দহ দ্বি সাত্তিক প্রযোজিত নতুন নাটক ‘আজকের হ্যামলেট’। নাটকটির নির্দেশক এবং বিশিষ্ট অভিনেতা সুমিত কুমার রায় জানান, দ্বি সাত্তিক এর কর্ণধার প্রসূন ব্যানার্জীর আহ্বানে সাড়া দিয়ে হ্যামলেটের to be or not to be র দ্বন্দ্ব এক ঝলক মাথা চাড়া দিলেও চ্যালেঞ্জ নেবার জেদে রাজি হয়ে যাই।

কারণ শেক্সপিয়ারের হ্যামলেট পিতৃহত্যার প্রতিশোধ নিতে অপারগ হলেও আজকের হ্যামলেটের হেমন্ত বোস সেটা পেরেছেন, যদিও হেমন্তর পিতার মৃত্যুর জন্য অভয় প্রসাদের সরাসরি কোন হাত নেই, সবটাই হেমন্তর মানসিক দ্বন্দ্বজনিত ধারণা, তবু হ্যামলেটটিও দ্বন্দ্ব, সিদ্ধান্ত হীনতা যেমন আজও সজীব, অন্যদিকে সেই দ্বন্দ্ব পেরিয়ে বেরিয়ে আসাটাও সময়ের দাবি, তাছাড়া সম্পর্ক সম্পর্কহীনতা জাত- দ্বন্দ্ব আজকের সময়ের আরোও জ্বলন্ত সমস্যা, সবটা মিলিয়েই এ নাট্যটি নির্দেশনা দেওয়া আমার কাছে ছিল সত্যিই চ্যালেঞ্জের।

কেন আজকের হ্যামলেট এ প্রসঙ্গে নাট্যকার ও অভিনেতা প্রসূন ব্যানার্জী বলেন, রিচার্ড জেমস এর I am hamlet নাটকটি পড়ে ভালো লাগে, কারণ শেক্সপিয়ারের বিখ্যাত নাট্য চরিত্র হ্যামলেটের দ্বিধা-দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, আবেগ ইত্যাদি যেমন আকর্ষণীয় তেমনি জেমস রিভেঞ্জের হিসেবে হ্যামলেটকে আজকের সময়ে যেভাবে সব দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে আধুনিক এক যুবকের আধার সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে হ্যামলেটকে জয়ী করে তুলেছেন,

সেটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে, সে কারণে আমি নাটকটির অভিযোজন এ হাত দিই, সংস্থার নতুন প্রজজনা হিসেবে তুলে ধরার জন্য।বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা প্রসূন ব্যানার্জী এবং সুমিত কুমার রায়ের নির্দেশনায় এবং অভিনয়ে সমৃদ্ধ নাটকটি এদিনের হলভর্তি দর্শকের উচ্চসিত প্রশংসা লাভ করে।

পার্থপ্রতিম রায় ও শান্তনু পালের আবহ, বাপ্পার মঞ্চ ও আলো, সুরজিৎ পালের রূপসজ্জা, প্রসুন ব্যানার্জী ও সুমিত রায় অভিনীত নাটকটি সমবেত দর্শক মন্ডলীর মনের মনিকোঠায় পৌঁছে দেয়। নাটকটি সম্পর্কে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিশিষ্ট নাট্যপ্রেমী ডঃ দীপ্তনীল রায় সহ অন্যান্য বিশিষ্টজন।

এদিন সকলেই মন্ত্রমুগ্ধের মতো নাটকটি বেশ উপভোগ করেন। তাই বলা চলে সব কিছু মিলিয়ে আজকের হ্যামলেট নাটকটি খড়দহ দ্বি সাত্তিক এর একটি সার্থক প্রযোজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *