ছবিই যখন কথা বলে, তখন সংবাদ হয় ছবিতেই
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার পুতুল সরকার : হেলেঞ্চা, আজ সকালে বাগদা থানার হেলেঞ্চা দিঘীর পাড়ের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। ধূতি পরিহিত এক মাঝ বয়সী পুরুষের দেহ পুকুরের জলে ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশে। লাশ উদ্ধার করে শুরু হয়েছে তদন্ত।