উৎসবজেলার খবরধর্মীয় খবর।

গাইঘাটার সুটিয়ার রথযাত্রা উৎসবে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গাইঘাটা ব্লকের সুটিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রা এবারে ৫০ তম বর্ষে পদার্পণ করল। রথযাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে ১২ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ৭ জুলাই ২৫ ফুট উচ্চতার সুসজ্জিত রথটি সুটিয়া বাজার থেকে গোবরডাঙ্গা অভিমুখে ৮ কিলোমিটার দূরত্বে বাদে খাঁটুরা পর্যন্ত যাত্রা করে।

এলাকার কয়েকশো ধর্মপ্রাণ মানুষ এদিনের রথযাত্রায় পা মেলান। সংগীত, নৃত্য ছাড়াও জয় জগন্নাথ ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু ভক্ত জন রথযাত্রা দর্শন করেন। পুণ্য লাভের আশায় অনেকে রথের রশিতে হাত লাগান।

অন্যতম ভক্ত রমেশ দাস জানান, রাজ্যের সেরা এবং প্রাচীন রথ গুলির মধ্যে সুটিয়ার এই রথযাত্রাও উল্লেখযোগ্য। রথযাত্রা উপলক্ষে বসেছে মেলা।পূর্ব সুটিয়ার অগ্রগামী ক্লাবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় রথযাত্রা উপলক্ষে ১২ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখযোগ্য অনুষ্ঠান গুলির মধ্যে ছিল অংকন, আবৃত্তি, কুইজ, প্রাদেশিক নৃত্যের অনুষ্ঠান, ছিল পুতুল নাচ, বাউল, বিতর্ক ও গানের লড়াই, বৃক্ষ চারা রোপন ও বিতরণ, এছাড়াও ছিল এলাকার দুস্থ ও অসহায় মানুষজনের মধ্যে অন্য ও বস্ত্রদান কর্মসূচী।

শেষ দিনে ছিল শিক্ষক সংবর্ধনা ও শিক্ষামূলক আলোচনা সভা। প্রতিদিন অপরাহ্ন থেকে মেলা ও উৎসব প্রাঙ্গনে এলাকার অগণিত ভক্ত ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেলা ও উৎসব অঙ্গন বেশ জমজমাট হয়ে ওঠে।

অন্যতম সদস্য রমেশবাবু আরো জানান, রথযাত্রার সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে আগামী ২২ জুলাই স্মারক পত্রিকা সপ্তর্ষির বিশেষ সংখ্যা প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *