কোথায় সামাজিক দুরত্ব ? করোনা সতর্কতা সিকেই তুলেই কোভিড ভ্যাকসিন নিচ্ছেন বাগদার আবাল-বৃদ্ধ-বনিতা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার দীপ্যমান সাহার সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : বাগদা, করোনার তৃতীয় ঢেউ আবারও লকডাউনে যেতে বাধ্য করলো বাংলাকে। করোনা ও অমিক্রনের চোখরাঙানিকে মান্যতা দিয়েই আমাদের সামাজিক দুরত্ব বজায় রেখে চলা, সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানো, মাস্ক ব্যাবহার সহ লকডাউন বিধি মেনে চলার কথা থাকলেও তা মানা হচ্ছে না বাগদার বিভিন্ন জায়গায়।
আজ বাগদা স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ভ্যাকসিন প্রদান কেন্দ্রে দেখা গেল ভ্যাকসিন নিতে আসা অসংখ্য পুরুষ ও মহিলা সামাজিক দুরত্ব বজায় নারেখে রীতিমতো সরকার ঘোষিত নিয়মের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ঠেলাঠেলি করে এসে কোভিড ভ্যাকসিন নিচ্ছেন।
এখানেও করোনা সতর্কতা উঠেছে সিকেই। যেন এসব দেখভাল করার জন্য কেউই নেই হাসপাতাল চত্বরে। এলাকার সচেতন মহলের দাবি বাগদাবাসী তথা সমগ্র ভারতবাসীর স্বাস্থ্য-সুরক্ষার বৃহত্তম স্বার্থে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।