জেলার খবর

দিল্লীর যাপন চিত্রের সার্থক প্রযোজনা মহামায়া মঞ্চস্থ হল গোবরডাঙ্গা নকসার সংস্কৃতি কেন্দ্রে

নীরেশ ভৌমিক : গত ১৪ই জুলাই নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাট্যদল নকসা পরিচালিত গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্রে মঞ্চস্থ হয় দেশের রাজধানী দিল্লীর বাঙালী সমাজের অন্যতম নাট্য দল ‘যাপন চিত্র’ প্রযোজিত মহামায়া।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে সুহান বসুর নাটক ‘মহামায়া’ সমবেত দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে। সুহান বাবুর নির্দেশনায় নাটকটিতে উনিবিংশ শতাব্দীতে সমাজের জাতপাত, ব্রাহ্মণ্যবাদ সংস্কার ইত্যাদি বিষয়গুলি ফুটে উঠেছে।

সেই সঙ্গে নাটকটিতে হিন্দু ধর্মের অন্যতম কুপ্রথা সতীদাহ বা সহমরণ প্রথার বিষয়টি হলভর্তি দর্শক মন্ডলীর হৃদয়কে নাড়া দেয়। এছাড়া মঞ্চে নাটকটির বিভিন্ন কক অভিনয়ের পাশাপাশি পেছনে পর্দায় আকর্ষণীয় দৃশ্যায়ন কাহিনীর দৃশ্যপট সমবেত দর্শক’গণ মন্ত্রমুগ্ধের মত লক্ষ্য করেন।

নাটকটির মুখ্য চরিত্রে শেষাদ্রি মিত্র (রাজীব), মহামায়া চরিত্রে অনিন্দিতা শেঠ, মোড়ল রানা লাহিড়ি এবং ইংরেজ সাহেব এর ভূমিকায় প্রিয়দর্শী ব্যানার্জীর অভিনয় প্রশংসার দাবি রাখে। অন্যান্য চরিত্রগুলিও চরিত্রানুযায়ী অভিনয় করেছে।

সবকিছু মিলিয়ে গোবরডাঙ্গা নকসা আমন্ত্রিত বাঙালী’গণ পরিবেশিত দিল্লীর যাপন চিত্র প্রযোজিত নাটক মহামায়া আপামর দর্শক সাধারনকে মুগ্ধ করে। নাটক শেষে নকসার কর্ণধার আশিস দাস আমন্ত্রিত নাট্যদলের নাট্যকার পরিচালক সহ সকল কুশীলব’গণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এদিন আমন্ত্রিত দলের নাটক মহামায়া মঞ্চস্থ হওয়ার পর নকসা প্রযোজিত মঞ্চ সকল নাটক ‘হুলো পরিবেশিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত দর্শক’গণ দুটি নাটক’ই বেশ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *