সীমান্তে সারপ্রাইজ ভিজিট বিএসএফের মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী (আইপিএস)এর
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : কোটা আন্দোলনের জেরে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের নির্বাচিত সরকার শেখ হাসিনার পদত্যাগে অশান্ত পড়শি দেশ থেকে সীমান্তে অনুপ্রবেশ রূখতে বিএসএফের বাড়তি নজরদারি শুরু হয়েছে।
জোর কদমে চলছে নাইট ভীষন ক্যামেরার নজরদারিও। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনীও। বাংলাদেশ সীমান্তে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে তড়িঘড়ি ছুঁটে এলেন বিএসএফের মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী (আইপিএস),
বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক শ্রী রবি গান্ধী (আইপিএস), ইস্টার্ন কমান্ড শ্রী মনিন্দর প্রতাপ সিং (আইপিএস), ইন্সপেক্টর জেনারেল দক্ষিণবঙ্গ সীমান্ত শ্রী অমরীশ কুমার আর্য, ডিআইজি সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার শ্রী সঞ্জয় কুমার প্রমূখ সহ উচ্চ পদস্থ বিএসএফের কর্তারা।
জানা গেছে, তাঁরা সরাসরি ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল, ৬৮ ব্যাটালিয়নে অধীন বাগদার অত্যন্ত সংবেদনশীল সীমান্ত রণঘাট এলাকায় সফর করেন এবং কৌশলগত ও অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন।
বিএসএফের মহাপরিচালক শ্রী চৌধুরী উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী ৬৮ ব্যাটালিয়নের সংবেদনশীল রণঘাট সীমান্ত ফাঁড়ি পরিদর্শনকালে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বিএসএফ কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেন
এবং অবৈধ অনুপ্রবেশ সহ চোরাচালান মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি এ সংক্রান্ত ব্যপারে কুলিয়ার গ্রামবাসীদের সাথেও মতবিনিময় করেন বলে জানা যায়।
৬৮ ব্যাটালিয়নের অফিসার ও জওয়ানদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা কালে তিনি বাংলাদেশের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সীমান্ত প্রস্তুতির গুরুত্বের ওপর জোর দেন এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে সতর্ক ও প্রতিক্রিয়াশীল থাকার নির্দেশ দেন।