বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে আজ বাংলা শোকাচ্ছন্ন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : না-ফেরার দেশের স্থায়ী বাসিন্দা হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দলীয় সতীর্থদেরকে খানিকটা অভিভাবক শূন্য করেই চিরদিনের মতো লোকচক্ষুর অন্তরালে গেলেন তিনি। জানা গেছে, মৃত্যু কালীন শেষ ইচ্ছার মান্যতা দিয়ে চক্ষু দানের পর তাঁর মরদেহবাহী গাড়ি এনআরএস হাসপাতালে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা, সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট ও দীনেশ মজুমদার ভবন হয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য মরণোত্তর দেহ দানের অঙ্গীকার রক্ষার্থে আবার এনআরএস হাসপাতালে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রায় দলমত নির্বিশেষে মানুষের ঢল ছিল চোখে পড়ার মত।