জেলার খবরসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

তিরোধান দিবসে গোবরডাঙ্গায় রবীন্দ্র বন্দনা লেখক শিল্পী সংসদের

নীরেশ ভৌমিক : ২২ শে শ্রাবণ বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপন করে গোবরডাঙ্গা লেখক শিল্পী সংসদের সদস্য’গণ। এদিন অপরাহ্নে স্থানীয় গবেষণা পরিষদ এর সভাকক্ষে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়।

প্রবীণ কবি ও সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বর্ষীয়ান শিক্ষক ও সমাজকর্মী কালিপদ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ সুনীল বিশ্বাস, বিশিষ্ট সাহিত্যিক ডঃ অমৃতলাল বিশ্বাস ও শ্রী শংকর। উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবকে বরণ করে নেন।

বিশিষ্টজনদের উপস্থিতিতে এদিন ত্রৈমাসিক গোবরডাঙ্গা পত্রিকার অষ্টম বর্ষের তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়। স্বাগত ভাষণে অন্যতম উদ্যোক্তা বাসুদেব মুখোপাধ্যায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের বিভিন্ন ঘটনাসমূহ তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দান করেন।

বক্তব্য রাখেন শিক্ষক কালীপদ সরকার ও ডঃ সুনীল বিশ্বাস। বিজ্ঞান সেবক শ্রী বিশ্বাস কবিগুরুর বিজ্ঞান ভাবনার বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই গান গেয়ে শোনান বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রবীর হালদার, দীপ্তি প্রামানিক ও কল্পনা পাল।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও রচনা পাঠে কবিকে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান। উল্লেখযোগ্য কবি সাহিত্যিক’গণের মধ্যে ছিলেন অর্চনা দে বিশ্বাস, টুলু সেন, মধুমিতা রায়, সমিরুল হক, বরুণ হালদার, রাজু সরকার, তাপস তরফদার, কৃষ্ণপ্রসাদ ব্রহ্ম, বিজন মন্ডল, সুনন্দা বোস, নবকুমার বিশ্বাস, ধীরাজ রায় ও প্রয়াস আশ্রমের কচি-কাঁচা পড়ুয়ারা।

তবে ওপার বাংলায় সাহিত্য সংস্কৃতির উপর আক্রমণ এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ সহ বিশিষ্টজনদের মূর্তি ভাঙ্গার ঘটনায় সমবেত কবি সাহিত্যিক’গণ উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। প্রতিবেশী পত্রিকা নবপর্যয় গোষ্ঠীর সহযোগিতায় এদিনের কবি বন্দনার অনুষ্ঠান সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *