জেলার খবরবিনোদনসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

রূপান্তরের নাট্য সন্ধ্যায় নাট্যানুষ্ঠানের সাথে স্মরণিকা প্রকাশ

নীরেশ ভৌমিক : সংস্থার সভাপতি প্রয়াত মুকুল বন্দ্যোপাধ্যায়ের স্মরণে গত ১১ আগষ্ট এক নাট্য সন্ধ্যার আয়োজন করে নাটকের শহর গোবরডাঙ্গার প্রাচীন নাট্যদল রূপান্তর। এদিন সন্ধ্যায় স্থানীয় নকসা নাট্যদল পরিচালিত গোবরডাঙ্গা সাংস্কৃতি কেন্দ্রে আয়োজিত নাট্য সন্ধ্যার উদ্বোধন করেন গোবরডাঙ্গার ভূতপূর্ব পৌরপ্রধান সুভাষ দত্ত। ছিলেন প্রয়াত মুকুল বাবুর সহোদর সুনীল বন্দ্যোপাধ্যায়।

সংস্থার বর্তমান সভাপতি শশাঙ্ক শেখর দত্ত আগত সকলকে অভিনন্দন জানান। মুকুল বন্দ্যোপাধ্যায় স্মরণে প্রকাশিত ‘তুমি রবে নীরবে’ পুস্তকটি আনুষ্ঠানিক প্রকাশ করে নাট্য সংগঠক ও সংস্কৃতিপ্রেমী মুকুল বাবুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রাক্তন পৌরপতি শ্রী দত্ত।ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকুল্যে রূপান্তর আয়োজিত এদিনের নাট্য সন্ধ্যায় দু’খানি নাটক মঞ্চস্থ হয়।

প্রথম নাটক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন অবলম্বনে রূপান্তর প্রযোজিত দর্শক প্রশংসিত নাটক ‘আত্মহুতি’। সংস্থার বর্ষীয়ান সদস্য শ্যামল দত্তের ভাবনা ও প্রয়োগে নাটকটি সমবেত দর্শক সাধারনকে মুগ্ধ করে। এদিনের দ্বিতীয় নাটক গয়েশপুর মঞ্চ সেনার মঞ্চ সফল নাটক ‘ন হন্যতে’।

মিহির শুর এর নির্দেশনায় পরিবেশিত নাটকটির কাহিনী এবং কুশীলব’গনের অভিনয় উপস্থিত দর্শন সাধারণের উচ্চসিত প্রশংসা লাভ করে।রূপান্তর আয়োজিত এ দিনের মুকুল বন্দ্যোপাধ্যায় স্মরণ ও অনুষ্ঠিত নাট্য সন্ধ্যায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ষীয়ান লেখক পবিত্র মুখোপাধ্যায়,

শিক্ষক কালিপদ সরকার, সমীর কিশোর নন্দী, অধ্যাপক উমেশ অধিকারী, শিক্ষিকা আভা চক্রবর্তী, ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতপ্রেমী মিহির লাল চক্রবর্তী, নাট্য ব্যক্তিত্ব মলয় বিশ্বাস, বিশ্বনাথ ভট্টাচার্য প্রমুখ। সকলেই প্রয়াত নাট্য সংগঠক ও সমাজসেবি মুকুল বাবুর স্মরণে অনুষ্ঠিত নাট্য সন্ধ্যার আয়োজনকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *