অনুষ্ঠিত হল বাগদা ছাত্র সংঘের খুঁটিপূজা ২০২৪
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ছাত্র সংঘ ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সাড়ম্বরে খুঁটি পূজো করে এলাকাবাসীর দীর্ঘ প্রতিক্ষিত শারদ উৎসবের শুভ সূচনা করলো সংঘের সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুকুল হালদার, গৌতম পাল, প্রবল ঘটক,
জয়ন্ত সাহা, সৌম্যদীপ রায়, কিশোর সর্দার, প্রসেন দাসের সাথে সংঘের একাধিক সদস্য’গণ ও স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, কমপক্ষে ৬০ ফুট উচ্চতার এক মনোজ্ঞ প্যান্ডেল, লাইটিং ও বিশেষ থিমের প্রতিমা এবার নজর কাড়বে বলে জানান, সংঘের বর্ষিয়ান সদস্য মুকুল হালদার।