স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাইঘাটায় রক্তদান অনুষ্ঠান ব্লক তৃণমূল কংগ্রেসের
নীরেশ ভৌমিক : বিগত বৎসরগুলির মতো এবারও স্বাধীনতা দিবসের প্রাক্কালে গত ১৪ আগস্ট স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে গাইঘাটা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।
এদিন সকালে চাঁদপাড়া বাজার পার্শস্থ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় সম্মুখের সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা করেন বর্ষিয়ান তৃণমূল নেতা ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোবিন্দ দাস।
দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। উদ্বোধনী সংগীত পরিবেশন করে স্কুল ছাত্রী দীপা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বনগাঁ দক্ষিণের প্রাক্তন বিধায়ক সুরজিৎ বিশ্বাস, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি।
এছাড়াও ছিলেন বনগাঁর তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা নারায়ণ ঘোষ, শিক্ষক নেতা কৃষ্ণপদ দাস, রবিউল ইসলাম, দেবাশীষ ঘোষ ও অনুপ দেবনাথ প্রমুখ। ব্লক সভাপতি শ্যামল বিশ্বাস উপস্থিত সকলকে স্বাগত জানান।এদিনের আয়োজিত রক্তদান শিবিরে মোট ২০১ জন তৃণমূল কর্মী সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন।
রক্ত সংগ্রহ করেন বনগাঁ জে আর ধর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা ডাক্তার জি পোদ্দার সহ স্বাস্থ্যকর্মী’গণ। বিভিন্ন গ্রাম থেকে আসা তৃণমূল নেতাকর্মী ও সমর্থক’গণের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
মধ্যাহ্নে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপাড়ার বিশিষ্ট বাচিক শিল্পী জ্যোতি সাঁতরার কন্ঠের কবিতা আবৃত্তি ও তারই পরিচালিত আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের কচি-কাঁচা শিক্ষার্থী’গণের সমবেত আবৃত্তির অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।
পঞ্চায়েত সমিতির প্রাক্তন ও বর্তমান কর্মাধ্যক্ষ কালিপদ বিশ্বাস ও মধুসূদন সিংহ এর কন্ঠে দেশাত্মবোধক সংগীত সমবেত সকলকে মুগ্ধ করে। রাতে প্রখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া চক্রবর্তী ও আমন্ত্রিত বিশিষ্ট শিল্পী’গণের সঙ্গীতানুষ্ঠানে বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।
মধ্যরাতে ঠিক ১২ টা ০১ মিনিটে জাতির ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান দলনেতা ও প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস। চাঁদপাড়ার প্রধান দীপক দাস, আইএনটিডিউসির ব্লক সভাপতি বাপি হাজরা, নরোত্তম বিশ্বাস, উত্তম মন্ডল, তাপস দাস, গৌতম বিশ্বাস, উত্তম সরকার, তাপস সাহা,
দুলাল দাস সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের দলীয় প্রধান ও উপ-প্রধান’গণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের স্বেচ্ছা রক্তদান শিবির ও ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সমগ্র অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।