অন্যান্য।উৎসবজেলার খবর

মছলন্দপুর ইমন মাইম সেন্টারের ৭৮তম স্বাধীনতা দিবস পালন

নীরেশ ভৌমিক : প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে মছলন্দপুর ইমন মাইম সেন্টার পালন করল ৭৮তম স্বাধীনতা দিবস। ১৫আগষ্ট সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উদযাপন।

ইমনের সম্পাদক জয়ন্ত সাহা। এরপর স্বাধীনতা দিবস পালনের গুরুত্ব আলোচনা করেন ইমনের কর্ণধার ধীরাজ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ সোমা রায় হাওলাদার, আবেরী হালদার, অর্পিতা দাস সহ অনেক ইমনের বন্ধুরা।

বিকেল ৩টে থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ইমনের বন্ধুদের সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও মূকাভিনয় দিয়ে সাজানো ছিল এই অনুষ্ঠান। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে গৌরব, আবৃত্তি পরিবেশন করে প্রত্যয়ী, পিয়াস, আদ্রিজা ও অন্যান্যরা।

নৃত্যের মাধ্যমে বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন ও স্বাধীনতার রঙিন উদযাপনে অংশ নেয় সৃজা, শ্রায়ন্তনী, আরাধ্যা, সাবিত্রী ও অন্যান্যরা। অনুষ্ঠানে একক মূকাভিনয় পরিবেশন করে প্রীতম।

স্থানীয় অধিবাসী ও ছোট্ট বন্ধুদের অভিভাবকরাও এই উদযাপনে সামিল হন এবং ইমনের বন্ধুদের প্রশংসা ও উৎসাহ দানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন-কে সর্বাঙ্গসুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *