ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের রাখী পরাল হেলেঞ্চার ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার হেলেঞ্চাতে অবস্থিত ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের NSS Unit এর পক্ষ থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর অবস্থিত কাশীপুর সংলগ্ন BSF Camp এ আজ সাড়ম্বরে পালিত হল রাখীবন্ধন উৎসব।
বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের রোষানলে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে সর্বাংশে, আজ তাদেরই কথা চিন্তা করে কলেজের NSS Unit এর পক্ষ থেকে সকলের হাতে রাখী পরিয়ে দেওয়া হয় ও মিষ্টিমুখ করানো হয়।
এর ফলে সেখানে উপস্থিত জওয়ানরা ভীষণই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ সহ NSS পরিবারের সকল সদস্যদের প্রতি। পক্ষান্তরে তাঁদেরও আপ্যায়ন ছিল যথেষ্ট।
এছাড়াও সমাজে সৌভাতৃত্বের বন্ধন গড়তে কলেজ সংলগ্ন পার্শ্বস্থ বাজার এবং পথ চলতি মানুষের হাতেও আজকে কলেজের নাম ও NSS লোগো সহ উপস্থিত সকল মানুষের হাতে রাখী পরানো হয়।
কলেজের NSS Unit এর মূল লক্ষ NOT ME, BUT YOU, তাই সমাজ তথা দেশের সর্বত্র মানব বন্ধনকে দৃঢ় করতেই আজকের এই প্রয়াস।
তবে উল্লেখ্য পরিবারের বোনেরা যেমন ভাইয়ের কব্জির চারপাশে পবিত্র সুতোর বন্ধনে আবদ্ধ রাখে, ঠিক তেমনি ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের NSS Unit আজ পবিত্র সুতোর বন্ধনে সমাজকে এক সুতোয় বাঁধতেই এই মহতী রাখীবন্ধন উৎসব।