রবীন্দ্র নাট্য সংস্থার রাখি বন্ধন পালন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রবীন্দ্র নাট্য সংস্থা প্রতিবছর রাখি বন্ধন পালন করে, কিন্তু এ বছর রাখি বন্ধন মঞ্চে প্রতিবাদের ঝড় উঠলো। আর.জি.কর হাসপাতালের নক্কার জনক ঘটনার প্রতিবাদ জানিয়ে এবারে রবীন্দ্র নাট্য সংস্থার রাখি বন্ধন পালিত হলো। উৎসব নয়, রাখি পরিয়ে আপামর মানুষের কাছে একটাই বার্তা ” we want justice”
রাখি বন্ধনের মধ্য দিয়ে এদিনের প্রতিবাদে সামিল হয়েছেন নিরেশ ভৌমিক, ইন্দ্রজিৎ নট্ট, বনানী বিশ্বাস, পলাশ মণ্ডল, আল্পনা দাস, মিহিরলাল চক্রবর্তী, আলোকানন্দ বসু, বাসুদেব মুখোপাধ্যায় সহ অগণিত সাধারণ মানুষ। সকলের মুখে একটিই বাক্য নির্মম ভাবে হত্যা করা মেয়েটির অবিলম্বে সুবিচার চাই, দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই”।
এদিনের প্রতিবাদী অনুষ্ঠানে প্রতিবাদী ভাষণ, প্রতিবাদী সংগীত এবং প্রতিবাদী গানের সঙ্গে নৃত্যের আয়োজন করা হয়েছিল। রবীন্দ্র নাট্য সংস্থার শিল্পীরাও প্রতিবাদী গানের মধ্য দিয়ে নৃত্য পরিবেশন করে। নৃত্যের পরে রবীন্দ্র নাট্য সংস্থার ঋতুপর্ণা মুখার্জি স্লোগান তোলে দোষীদের শাস্তি চাই, we want justice.