আন্তর্জাতিকউৎসবসর্ম্বধনা

৭৮তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের দু’জন পড়ুয়া

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের দুজন পড়ুয়া স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় ৭৮ তম স্বাধীনতা দিবস পালিত হল সাড়ম্বরে।

উক্ত অনুষ্ঠানে ডাক পেয়েছিলো উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একমাত্র কলেজ ডঃ বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের দুজন পড়ুয়া সঞ্জনা কর্মকার এবং সুদীপ্ত দত্ত।

কলেজ অধ্যক্ষ ড: চিত্তরঞ্জন দাস জানিয়েছেন আমাদের কলেজে NSS Unit ভীষণভাবে সক্রিয় এবং কলেজটি প্রত্যন্ত অঞ্চলে হবার জন্যে বিভিন্ন জনকল্যাণকর কাজে কলেজের NSS কমিটি নিজেদের আত্মনিয়োগ করে রেখেছেন।

অতীতে বিভিন্ন কর্মসূচি,যেমন: অমৃতা ভাটিকা, মেরি মাটি মেরি দেশ, হর ঘর তিরঙ্গা, বৃক্ষরোপণ কর্মসূচী, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো প্রভৃতি কাজে NSS স্বেচ্ছাসেবকদের জুড়ি মেলা ভার।

উল্লেখ্য এই রাজ্য থেকে ১৬ জন উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, তার মধ্যে থেকে আমাদের কলেজের নাম থাকায় আমরা কলেজের প্রত্যেকটি স্টেকহোল্ডার ভীষণই আনন্দিত।

এ প্রসঙ্গে কলেজের বর্তমান NSS Programme Officer কৌশিক সাউ বলেন, ওরা দুজনেই NSS বিষয়ে ভীষণ সক্রিয় ও উৎসাহী। এছাড়াও তাদের এই অভিজ্ঞতা আগামী জীবনকে আরও সচেতন ও দায়বদ্ধ করে তুলবে।

তিনি আরও বলেছেন, উক্ত দুই পড়ুয়ার এই আমন্ত্রণ অন্যদেরকে আরও বেশিমাত্রায় উদ্বুদ্ধ করেছে। তাছাড়া সঞ্জনা ও সুদীপ্ত দুজনেই খুব আনন্দিত ও উৎফুল্ল।

কারণ, প্রত্যন্ত কলেজের ছাত্রছাত্রী হয়েও তারা এরকম আবেগতাড়িত জাতীয় স্তরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেরা ভীষণই গর্বিত এবং কলেজের প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *