অন্যান্য।জেলার খবর

আরজিকরে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে মিছিল ও রাখি বন্ধন “আকাঙ্ক্ষার”

নীরেশ ভৌমিক : আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংস্কৃতি ও সৌভ্রাতৃত্বের মধ্য দিয়ে। গোবরডাঙ্গা তরুণ তুর্কি নাট্যদল এবারের এই ঘটনার প্রতিবাদে সামিল হয়। রাখি বন্ধন মানবতার বন্ধন।”

তিলোত্তমার রাখি বন্ধন ” শীর্ষক কর্মসূচি পালন করলো গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা। আরজি কর কান্ডের সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত গ্রেফতার এবং বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথ চলতি সাধারণ মানুষকে সংস্থার সদস্য,

সদস্যাদের হাতে তৈরী প্রতিবাদী ” JUSTICE FOR তিলোত্তমা ” রাখী পড়িয়ে সরব হলেন ওই নাট্য সংস্থার কর্মকর্তারা। এছাড়াও আকাঙ্ক্ষা নিজস্ব মহলা কক্ষ থেকে প্রতিবাদী মিছিল শুরু হয় এবং রাস্তায় পথ চলতে মানুষের হাতে বেঁধে দেওয়া হয় JUSTICE FOR তিলোত্তমা।

কিন্তু এবছর রাখীবন্ধন উৎসবের সঙ্গে ব্যানারে প্রতিবাদ শব্দ ঠাঁই পেয়েছে। এ প্রসঙ্গে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার অভিনেতা তথা পরিচালক দীপাঙ্ক দেবনাথ বলেন ‘উৎসব নয়, রাখি বন্ধন এবারে মানবতার বন্ধন।

এই বন্ধন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আপামর মানুষের কাছে একটাই বার্তা পৌঁছে দেয় “we want justice”. রাখীবন্ধনের মধ্য দিয়ে এদিনের প্রতিবাদে সামিল হয়েছিলেন গোবরডাঙ্গা একাধিক বিশিষ্টজন।

এগিয়ে এসে প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছেন সংস্থার পার্শ্ববর্তী মা, বোনেরা। সকলেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হন, সকলের মুখে একটিই বাক্য ‘নির্মম ভাবে হত্যা করা মেয়েটির অবিলম্বে সুবিচার চাই, দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।’

এ দিনের তিলোত্তমার রাখি বন্ধন অনুষ্ঠানে প্রতিবাদী ভাষণ, প্রতিবাদী সংগীত এবং প্রতিবাদী গানের সঙ্গে নৃত্যের আয়োজন করা হয়। গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার শিল্পীরাও প্রতিবাদী গানের মধ্য দিয়ে নৃত্য পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *