আর জি কর কাণ্ডের অভিনব প্রতিবাদ হেলেঞ্চার ঐকতানের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে হেলেঞ্চার ঐকতান বিভিন্ন জায়গায় পথ নাটক করছে,
ইতিমধ্যেই হেলেঞ্চা ত্রিকোণ পার্ক, বানেশ্বরপুর বাজার, বনগাঁ নীলদর্পণ এর সামনে পথ নাটকটি পরিবেশিত হয়েছে।
আর জি করের পরুয়া ডাক্তার খুন হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই পথে নাটক। নাটকটি এলাকায় ভীষণ সারা পড়েছে।
অভিনয়ে , অনিমা হালদার, সুকান্ত কীর্তনীয়া, প্রশান্ত হালদার, ভূপতি ঠিকাদার, কিংকর মোদক, তিথি সেন ও সত্য মোদক।
সহযোগী- অর্পিতা মোদক, সমীর সেন, সুব্রত মন্ডল নাটকের নাম- একটা শরীর রচনা ও নির্দেশনা – সত্য মোদক আবহ – শুভঙ্কর মোদক প্রযোজনা – ঐকতান, হেলেঞ্চা।