উৎসবধর্মীয় খবর।রাজ্য

মানব বন্ধনে স্বপ্নচর

নীরেশ ভৌমিক : ‘আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি’— জীবনের এই আদর্শায়িত মন্ত্র কে পাথেয় করে, গত ১৯শে আগষ্ট স্বপ্নচরের (জলপাইগুড়ি শাখা) সদস‍্যা সুদীপ্তা দাস ‘সহজপাঠশালা’ র একদল কচিকাঁচা ও অভিভাবকদের সঙ্গে নিয়ে রাখীবন্ধন পালনের এক অভিনব উদ‍্যোগ গ্রহণ করেছিলেন জলপাইগুড়ির কৃষিবাগান গ্রামে।

পথ চলতি মানুষের হাতে রাখী পরিয়ে, একটি র‍্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।”প্রাণের বাঁধন সুতোর টানে” নামাঙ্কিত এই আয়োজনে সকালের মিঠে রোদের সাথে ছিল “সহজ পাঠশালা”র শিশুদের গান কবিতা নৃত‍্য আলেখ্য “স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি” ও একটি নাটক ‘ভালোবাসার হাত’।

নাটক ও নির্দেশনায় সুদীপ্তা দাস। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায়ও তিনিই ছিলেন। অভিনয়ে ধ্রুব, অমৃতা, আদিত‍্য, লাবনি, ঐশ্বিক, গোবিন্দ, গনেশ, রিদম, অনুপম, অঙ্কিতা, আয়ূশি, প্রিয়তম, শ্রাবন্তী, লাকি, নন্দীনি।

সহযোগিতায় ছিলেন অভিভাবক ও স্থানীয় গ্রামবাসী বৃন্দ এবং পঞ্চায়েত প্রধান শ্রী ক্ষিতীশ রায় মহাশয়।স্থানীয় মানুষ এই উদ‍্যোগে অত‍্যন্ত খুশি।

কর্ণধার মহঃ সেলিম জানান, “এই কঠিন সময়ে ছোটদের মন টুকু যেনো কঠিন না হয়ে যায় এই প্রার্থনাতেই এই মানব বন্ধনের আয়োজন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *