আর.জি.কর কাণ্ডের প্রতিবাদে বাগদা বাজারে অনুষ্ঠিত হল সিপিআইএম-এর প্রতিবাদ মিছিল
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাজ্যের আর.জি.কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দ্রুত বিচারের দাবিতে সরব হলেন বাগদা ব্লকের সিপিআইএম নেতৃত্ব।
এক প্রতিবাদ মিছিল বাগদা সিপিআইএম পার্টি অফিস থেকে ব্যানার, প্লাকার্ড, ফেস্টুনে সুসজ্জিত হয়ে লাউড স্পিকারে শ্লোগান দিতে দিতে এসে সুশৃঙ্খল ভাবে বাগদা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে
স্থানীয় সিপিআইএম পার্টির নেতৃত্ব ও কর্মী-সমর্থকগন। মিছিলের নেতৃত্বে ছিলেন, কমঃ কবিতা হালদার, কমঃ সুশান্ত চক্রবর্তী, কমঃ পরিতোষ দত্ত প্রমূখ।