বাগদাতে অনুষ্ঠিত হল মানব পাচার, বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশুশ্রম, লিঙ্গ বৈষম্য এবং এর পরিণতি বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচি
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মানব পাচার প্রতিরোধে এক সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হল বাগদা ব্লকের কুড়ুলিয়া হাইস্কুলের মিটিং হলে। অনুষ্ঠানটিতে উক্ত স্কুলের মোট ১৯৬ জন ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
যার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৯০ জন এবং ছাত্র ছাত্রীদের সংখ্যার ছিল ১০৬ জন, ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মন্ডল, শিক্ষক বিনয় সাহা, শিক্ষিকা শ্রীমতী বন্দনা ঘোষ, শ্রীমতী স্মিতা ধর, শ্রীমতী শর্মিষ্ঠা বৈদ্য, শ্রীমতী সৌগীতা মন্ডল প্রমূখ।
এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব পাচার সংক্রান্ত বিষয় যেমন বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশুশ্রম, লিঙ্গ বৈষম্য এবং এর পরিণতি সম্পর্কে একটি বক্তৃতা প্রদান করেন এবং যে সকল বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ ভাবে সমৃদ্ধ করে তাঁরা যথাক্রমে,
শক্তিবাহি এনজিও বারাসত এর সদস্য সদস্যামিস পূরবী চক্রবর্তী (শিশু পাচারের শিকার সহকারী কাম কাউন্সিলর), সুমন রায় (সামাজিক কর্মী), মিস্ পোজা ড্যাম (সম্প্রদায়িক সমাজকর্মী), আইএনএসপি/এএইচটিইউ লোকেশ কুমার আগরওয়াল, এএইচটিইউ টিম রামনগর সদস্য সদস্যা’গন।
উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটির অন্যতম আয়োজকের ভূমিকায় ছিলেন, মামাভাগিনা বিওপির ৬৮নং ব্যাটালিয়নের হেড কনস্টেবল সমীর দেবনাথ। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই শেষ হয় বলে জানা গেছে।