জেলার খবরশিক্ষাস্বাস্থ্য

বসিরহাটে মুকাভিনয় ও লোকশিল্পীদের এইডস সচেতনতা মূলক প্রচারাভিযান

নীরেশ ভৌমিক : বসিরহাট স্বাস্থ্য জেলার উদ্যোগে জেলা জুড়ে এইচআইভি এইডস রোগ বিষয়ে সাধারণ মানুষজনকে সচেতন করার প্রয়াস চলছে। এই কর্মসূচীকে সফল করে তুলতে লোকশিল্পী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের কাজে লাগানো হয়েছে।

বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর আহবানে সাড়া দিয়ে ঠাকুরনগর মাইম একাডেমী অফ কালচারের মূকাভিনয় শিল্পীগণ এইডস রোগ সম্পর্কে মূকাভিনয়ের মাধ্যমে বসিরহাট মহাকুমার বিভিন্ন গ্রাম ও শহরের মানুষজনকে সচেতন করার কাজে নেমে পড়েছেন।

ঠাকুরনগর মাইম একাডেমীর কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা চন্দ্রকান্ত শিরালী জানান, তারা ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বসিরহাট শহর সহ স্বাস্থ্য জেলার অন্তর্ভুক্ত স্বরূপনগর, হাসনাবাদ, মিনাখাঁ, সন্দেশখালি, ধান্যকুড়িয়া ইত্যাদি এলাকায় অভিনয়ের মাধ্যমে এইডস রোগ সম্পর্কে সাধারণ মানুষ জনকে সচেতন করার প্রয়াস চালাচ্ছেন।

এইচআইভি বা এইডস আক্রান্ত রোগীদের সাবধানতা অবলম্বন বিষয়ে বা আক্রান্ত রোগীদের করণীয় বিষয়গুলি তারা অভিনয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন। নিয়ম-কানুন মেনে চললে রোগীরা অনেকদিন সুস্থ থাকতে পারেন সে বিষয়েও মানুষজনকে অভিনয়ের মাধ্যমে বোঝাচ্ছেন।

এইডস রোগ দূরীকরণের ব্যাপারে গ্রামে-গঞ্জে অভিনয় করে তারা ভালো সাড়াও পাচ্ছেন বলে মূকাভিনেতা শ্রী শিরালী আরোও জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *