ফিট ইন্ডিয়া যোগাসন প্রতিযোগিতায় জেলায় প্রথম অঙ্কিতা
নীরেশ ভৌমিক : ফিট ইন্ডিয়া যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ- ২০২৪ আয়োজিত ১০-১৪ বৎসর বয়সী গ্রুপে প্রথম স্থান অধিকার করে এক অনন্য নজির গড়ল চাঁদপাড়া ঢাকুরিয়ার বাসিন্দা স্কুল ছাত্রী অঙ্কিতা বালা।
গত ৮ সেপ্টেম্বর হাবড়াতে ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইয়ুথ অ্যাফেয়ার্স স্বীকৃত সারা বাংলা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন(ABYSA) আয়োজিত জেলা স্তরের প্রতিযোগিতায় অঙ্কিতা এই সাফল্য লাভ করে।
উদ্যোক্তারা অঙ্কিতার হাতে মেডেল ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জেলা স্তরে এই সাফল্যের সুবাদে অঙ্কিতা এমাসেই বীরভূমের শান্তিনিকেতনে পরবর্তী রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবে বলে অঙ্কিতার বাবা অমিয় বালা এক সাক্ষাৎকারে জানালেন।
চাঁদপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা স্কুল স্পোর্টসে ও রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বলে শ্রী বালা আরও জানান। স্কুলের শিক্ষার্থীনি’গণ সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন ছোট্ট অঙ্কিতার ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেন।