সেবার কবি সম্মেলনে কবিদের কন্ঠে ধ্বনিত আরজিকর কাণ্ডের প্রতিবাদ
নীরেশ ভৌমিক : বিশিষ্ট কবি ও সাহিত্যিক ত্রয়ের জন্ম ও মৃত্যুর মাসে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বিদ্যাসাগর ও বাংলা কাব্য সাহিত্যের কালজয়ী কবি বিনয় মজুমদারের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে গত ২৮ সেপ্টেম্বর মধ্যাহ্নে শুরু হয় গোবরডাঙ্গার অন্যতম স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান সেবা ফার্মাস সমিতি আয়োজিত ৫৮ তম মাসিক সাহিত্য সভা ও গুণীজন সংবর্ধনার অনুষ্ঠান।
স্বাগত ভাষণে সমিতির সভাপতি গোবিন্দলাল মজুমদার উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত মাসিক সাহিত্য সভার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে সমিতির বছরভর বিভিন্ন সেবামূলক কাজকর্মের বিষয়টিও তুলে ধরেন।
বর্ষিয়ান সরোজকান্তি চক্রবর্তীর পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সাহিত্য সভা পরিচালনায় ছিলেন বিশিষ্ট কবি স্বপন কুমার বালা ও প্রবীণ লেখক ও সাংবাদিক পাঁচু গোপাল হাজরা। এদিনের সাহিত্য সভায় বর্ষিয়ান কবি ও গীতিকার মুসাফির জনাবকে সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয়, ব্যাগ, পুস্তক, মানপত্র ও স্মারক উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
মানপত্র পাঠ করেন সেবার অন্যতম সেবিকা মৌসুমী হীরা। উপহার সামগ্রী মুসাফির সাহেবের হাতে তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান সমিতির সভাপতি হিমাদ্রি গোমস্তা, সম্পাদক গোবিন্দ বাবু ও সেবিকা প্রতিমা চক্রবর্তী প্রমূখ।
এদিনের সাহিত্য সভা ও কবি সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কবি সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠে অংশ নেন। অধিকাংশ কবির কবিতায় ও কন্ঠে সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসক তিলোত্তমার উপর পাশবিক অত্যাচার ও নারকীয় হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও আবৃত্তিকার পলাশ মন্ডলের কন্ঠে কবিতা আবৃত্তি সমবেত সকলের প্রশংসা লাভ করে। সঞ্চালকদ্বয়ের সুচারু সঞ্চালনায় এদিনের আয়োজিত কবি সম্মেলন ও সাহিত্য সভা বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।