উৎসবজেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

‘স্বপ্নচরের শিক্ষক দিবস’ প্রণাম আলোর কাণ্ডারী

নীরেশ ভৌমিক : গত ২৬শে সেপ্টেম্বর ছিল মহামানব ঈশ্বর চন্দ্র বিদ‍্যাসাগর মহাশয়ের ২০৫ তম জন্ম বার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর এ দিনটিতে স্বপ্নচর “প্রণাম আলোর কাণ্ডারী” শিরোনামে একটি শ্রদ্ধা জ্ঞাপক অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং শিক্ষার সকল ক্ষেত্রের আলোর কাণ্ডারীদের কে সংবর্ধিতও করা হয়, তার সাথে থাকে নাটকের অভিনয় ও অন‍্যান‍্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বারও তার ব‍্যতিক্রম হলো না।


স্বপ্নচর(জলপাইগুড়ি শাখা)এর সহজপাঠশালার নিয়মিত থিয়েটারের ক্লাসে,ছবি আঁকার প্রতিযোগিতা, সমবেত কবিতাবৃত্তি পরিবেশন ও সঙ্গীতের মধ‍্যে দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ‍্যাসাগরের ২০৫তম জন্ম বার্ষিকী পালিত হলো। বিদ‍্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান ও প্রদীপ জ্বেলে এ আয়োজনের শুভ উদ্বোধন ঘটালেন সহজপাঠশালার শিক্ষিকা, নাট‍্যব‍্যাক্তিত্ব শ্রীমতি ডালিয়া চৌধুরী মহাশয়া।

উপস্থাপিত হল বিদ‍্যাসাগরের জীবনের বিশেষ একটি অংশ নিয়ে নাটক “কারমাটায় বিদ‍্যাসাগর।”নাটক ও নির্দেশনা সুদীপ্তা দাস। অভিনয়ে-অনুপম, সায়ন, আদিত‍্য, লাবনি, ঐশ্বিক, গোবিন্দ, গনেশ, রিদম, রাজদীপ, অঙ্কিতা, অমৃতা।

অন‍্যান‍্য সহযোগিতায় প্রিয়তম,আয়ুশি,শ্রাবন্তী, নন্দীনি, লাকি। কর্ণধার মহঃ সেলিম শিশুদের এ উদ‍্যোগকে অভিনন্দন জানিয়ে বলছেন,আলোর কাণ্ডারীদের আলো এসে ছুঁয়ে দিক সকল শিশুর জীবনের শীত লাগা কোণ। তাদের জীবন-উঠোন রোদ মাখা ফসলের ভরে থাক এভাবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *