মানব পাচার প্রতিরোধ, বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম, লিঙ্গ বৈষম্য এবং তার পরিণতি সম্পর্কিত বিষয়ের উপর একটি সচেতনতা মূলক অনুষ্ঠান হল বাকসা হাই স্কুলে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ বাকসা হাই স্কুলে শ্রীমা মহিলা সমিতি এনজিও দত্তপুলিয়া, নদীয়া (ডব্লিউবি) এবং উক্ত বিদ্যালয়ের ছাত্রদের সহযোগিতায় AHTU টিম রামনগর দ্বারা “মানব পাচার প্রতিরোধ”,
বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম, লিঙ্গ বৈষম্য এবং তার পরিণতি সম্পর্কিত বিষয়ের উপর একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, INSP/AHTU লোকেশ কুমার আগরওয়াল, AHTU রামনগরের সদস্যরা, শ্রীমা মহিলা সমিতি এনজিও-এর সদস্যরা সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানটি যাদের উজ্জ্বল উপস্থিতিতে পরিপূর্ণ হয় তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, AHTU টিম রামনগরের সদস্যরা, এনজিও শ্রীমা মহিলা সমিতি দত্তপুলিয়া,
নদীয়ার সদস্য সমাজ কর্মী হোসেনুর তরফদার, সমাজ কর্মী গোবিন্দ বিশ্বাস, বাকসা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল বিশ্বাস, শিক্ষক সুমিত্রা বাগচী, শিক্ষক সুমন বিশ্বাস, শিক্ষক অনিমেষ কুমার সরকার, শিক্ষক প্রশান্ত ঘোষ প্রমুখ।
উল্লেখ্য অনুষ্ঠানটিতে ৫২ জন ছাত্র, ৮০ জন ছাত্রী, ৫ জন শিক্ষাকর্মী মিলে মোট ১৩৭ জন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয় বলে জানা যায়।