উৎসবজেলার খবরবিনোদনশারদ

মহালয়ার প্রাক্কালে মহা-সমারোহে অনুষ্ঠিত হল গোবরডাঙ্গা পরম্পরার মহিষাসুর মর্দিনী

নীরেশ ভৌমিক : দেবীপক্ষের প্রাক্কালে (মহালয়া) মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের আয়োজন করে গোবরডাঙ্গার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরম্পরা।

গত ১ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলের দীপা ব্রহ্ম মঞ্চে শিল্পায়ন প্রযোজিত মানব পুতুল ‘সংহার’ পরিবেশিত হয়।

সন্তানসহ দেবী দুর্গার অসুর নিধনের অভিনয় সমবেত দর্শক মন্ডলীর মনোরঞ্জন করে। এরপর পরম্পরার কর্ণধার রাজু সরকারের সামগ্রিক পরিকল্পনায় পরিবেশিত হয় লাইভ ‘মহিষাসুর মর্দিনী’ শীর্ষক সংগীত ও নৃত্যের অনুষ্ঠান।

শিল্পীদের উলু ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে মঞ্চে মঙ্গল ঘট স্থাপন ও প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে কাশফুলের সজ্জায় দেবীর আবাহন হয়।

স্বনামধন্য শিল্পী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ চন্দন কুমার রায়ের উদাত্ত কণ্ঠের চন্ডীপাঠ ও সঙ্গীত এবং বিশিষ্ট নৃত্য শিল্পী চিন্ময় পাল ও সৌমিতা দত্ত বণিকের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে।

পরম্পরার জনা পঁচিশ শিল্পীর কন্ঠের সংগীত, মনোজ্ঞ নৃত্য ও শিল্পীদের সুমধুর বাজনায় সমগ্র অনুষ্ঠান বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। পরম্পরা প্রযোজিত ঘন্টা দুয়েকের মহিষাসুর মর্দিনী লাইভ অনুষ্ঠান হলভর্তি দর্শক মন্ডলীকে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *