উৎসবজেলার খবরশারদ

দুঃস্থ শিশু শিক্ষার্থী ও বৃদ্ধ-বৃদ্ধাদের সমন্বয় সেবা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হল গোবরডাঙায়

নীরেশ ভৌমিক : গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির পরিচালনায় এবং রোটারী ক্লাব অব আবহমান ও অ্যাসোসিয়েশন অব রিটার্ড আই ও বি ‘স এমপ্লয়িজ এর সহযোগিতায় গত ৫ই অক্টোবর অনুষ্ঠিত হল দুঃস্থ শিশু শিক্ষার্থী ও বৃদ্ধ-বৃদ্ধাদের সমন্বয় সেবা মূলক কর্মসূচি। এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে সমিতির নিজস্ব ভবনে ১১৫ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ঔষুধ,চশমা প্রদান করা হয়।

এর পাশাপাশি ৫০ জন অসহায় দুঃস্থ বৃদ্ধ’বৃদ্ধা ও ১০০ জন শিশুকে অন্ন সহ নতুন বস্ত্র বিতরণ করা হয় রোটারী ক্লাব অব আবহমান ও অ্যাসোসিয়েশন অব রিটার্ড আই ও বি ‘স এমপ্লয়িজ এর সদস্য ও সেবা ফার্মার্স সমিতির উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে।

এর পর রোটারী ক্লাব অব আবহমান কলকাতার পক্ষ থেকে ৫০ জন অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন মশারী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে এক অঙ্কন কর্মশালা ও সচেতনতা মূলক বক্তৃতা।

দ্বিতীয় পর্যায়ের সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেদিয়ার ছাত্র কল্যাণ বিদ্যাপীঠে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব আবহমানের প্রেসিডেন্ট নুপুর গোস্বামী, আই.পি.পি. বিবেক কুন্ডু, চন্দনা কুন্ডু, গোলাপ পাল, অরুণ কুমার ঘোষ, প্রসূন কুমার লাহেরী,

অপূর্ব রায়, সূর্য রায়, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক পাঁচু গোপাল হাজরা ও সরোজ কান্তি চক্রবর্তী, সাহিত্যিক ও শিক্ষক স্বপন কুমার বালা, গবেষক ড. সুনীল বিশ্বাস, শিক্ষক দীপক কুমার দাঁ, সমাজকর্মী কালীপদ সরকার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *