রাজ্যশিক্ষাসর্ম্বধনা

গোপালনগরে চাঁদপাড়া ডিফেন্স একাডেমীর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

নীরেশ ভৌমিক : দেশের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ ও যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে বিগত কয়েক বৎসর যাবত কাজ করে চলেছে জেলা তথা রাজ্যের অন্যতম সংগঠন চাঁদপাড়া ডিফেন্স একাডেমী।

একাডেমীর কর্ণধার প্রাক্তন সৈনিক দ্বীপেন গুহ চাঁদপাড়ার ঢাকুরিয়া প্রশিক্ষণ শিবির শুরু করার পর চাকুরী প্রার্থী বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যেই একাডেমীতে প্রশিক্ষণ নিয়ে অনেকেই আর্মি, বিএসএফ, সিআইএসএফ, অগ্নিবীর ছাড়াও কেন্দ্র এবং রাজ্য পুলিশে যোগদান করে জীবিকা নির্বাহ করছেন।

প্রশিক্ষনার্থী তরুণ-তরুণীদের স্বার্থে দ্বীপেনবাবু ঠাকুরনগরের পর এবার বনগাঁর গোপালনগরেও প্রশিক্ষণ শিবির চালু করেন।গত ১৩ অক্টোবর প্রাক্তন সৈনিক সংগঠনের গোপালনগর শাখার আহবানে এবং সহযোগিতায় প্রত্যন্ত এলাকার কর্মপ্রার্থী তরুণ-তরুণীদের মন ও শরীর গঠন এবং কর্মসংস্থানের লক্ষ্যে একটি শিবিরের উদ্বোধন হয়।

এদিন অপরাহ্ণে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গল দীপ প্রোজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ নন্দিনী ভট্টাচার্য, ছিলেন কবি শঙ্কর মল্লিক, তাপস তরফদার, রাজু সরকার, সুগায়ক অমল মন্ডল, প্রশিক্ষক সুমিত গুহ, প্রাক্তন সৈনিক ও প্রতিষ্ঠানের সভাপতি রমেশ চন্দ্র দত্ত, সহ-সভাপতি রঞ্জিত বিশ্বাস, সম্পাদক প্রশান্ত কুমার মজুমদার প্রমূখ।

ডিফেন্স একাডেমীর প্রাণপুরুষ ও প্রশিক্ষক দ্বীপেন স্যার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে কর্ম প্রার্থী তরুণ-তরুণীদের কর্মসংস্থান ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই একাডেমীতে যুক্ত হওয়া এবং কঠোর পরিশ্রম ও প্রশিক্ষনে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রাক্তন সৈনিক চয়ন বিশ্বাসের সুচারু পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *