জেলার খবরশারদসর্ম্বধনা

শারদোৎসবে পিতৃ স্মৃতিতে অন্নদান ও বস্ত্রদান চাঁদপাড়ার দত্ত পরিবারে

নীরেশ ভৌমিক : বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবে এলাকার দরিদ্র অসহায় ও বন্যা দুর্গত মানুষজনের মুখে হাসি ফোটাতে সদ্যপ্রয়াত পিতা মনিলাল দত্তের পুণ্য স্মৃতিতে অন্য ও বস্ত্রদান কর্মসূচীর আয়োজন করে সমাজকর্মী ভবেশ দত্ত ও কমলেশ দত্ত।

পুজোর শুরুতেই দত্ত পরিবারের দুই ভ্রাতার আহবানে এলাকার শ’দুয়েক দুঃস্থ মানুষজন দত্ত বাড়িতে এসে উপস্থিত হন। সকলকে মধ্যাহ্নভোজনে আপ্যায়িত করা হয়।

গত ১১ অক্টোবর অপরাহ্নে বস্ত্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী, সহ সভাপতি গোবিন্দ দাস,

পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী বর বিশ্বাস, সমাজকর্মী কপিল ঘোষ, শ্যামল বিশ্বাস, সুভাষ হালদার, জয়দেব বর্ধন ও অ্যাডভোকেট অর্ণব চ্যাটার্জী প্রমুখ।

ভবেশ বাবু ও কমলেশ বাবু, দুই ভাই সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন।বিশিষ্ট ব্যক্তিবর্গ সমবেত দুস্থ মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

সেই সঙ্গে দত্ত পরিবারের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আগামী বছর গুলিতেও দুর্গাপুজোর সময় দুঃস্থ মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মানবিক কর্মসূচীকে সার্থক করে তুলতে দত্ত পরিবারের দুই গৃহবধূ রিঙ্কু ও সোমাদেবীর অবদানকে স্বাগত জানান উপস্থিত বিশিষ্টজনেরা। পুজোর সময় নতুন কাপড় পেয়ে যাওয়ার পর নাই খুশি হতদরিদ্র মানুষজন।

সমাজকর্মী উত্তম মন্ডল ও গৌতম বিশ্বাসের সুচারু পরিচালনায় দত্ত পরিবারের এদিনের বস্ত্র প্রদান কর্মসূচী সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *