উৎসবজেলার খবরশারদসর্ম্বধনা

শারদোৎসবে গোবরডাঙ্গায় ক্রেতা সচেতনতা শিবির অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : ‘উচিত মূল্যে-উচিত পণ্য, ক্রেতা সুরক্ষা সবার জন্য। সকল ক্রেতা সাধারণকে এই বিষয়টির ব্যাপারে সচেতন করার লক্ষ্যে বিগত বৎসরগুলির মত এবারও এক ক্রেতা সচেতনতা শিবিরের আয়োজন করে গোবরডাঙ্গা কনজিউমারস অ্যাসোসিয়েশনের সদস্য’গণ।

দূর্গাপূজা উপলক্ষে অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ সরকার ও প্রণব রায় এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় গোবরডাঙ্গা স্টেশন চত্বরে ও স্টেশন পার্শ্বস্থ খাঁটুরা হাই স্কুলের প্রবেশপথে শিবির অনুষ্ঠিত হয়।

শিবিরের সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা এবং কোন দ্রব্য ক্রয় করলে অবশ্যই রশিদ নেওয়ার এবং সেটি যত্ন করে রেখে দেওয়ার এবং দ্রব্য ক্রয়ের সময় তার ওজন, গুণমান ছাপ এবং প্যাকেটের উপর পণ্য সামগ্রীর যাবতীয় বিবরণাদি উল্লেখ করা পোস্টার, ফ্লেক্স পথ চলতি মানুষজনের নজর কাড়ে।

সমিতির অন্যতম সদস্য অধ্যাপক বিজন নন্দী, শিক্ষক স্বপন কুমার বালা সমীর কিশোর নন্দী, বর্ষিয়ান অলক রায়, অরুণ সিনহা, ননীগোপাল গাইন প্রমুখ সমাজকর্মী’গণ প্রতিমা দর্শনার্থী ও পথ চলতি মানুষজনকে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের ক্রেতা সচেতনতা বিষয়ক লিফলেট ফোল্ডার তুলে দেন। সেই সঙ্গে কোনো ক্রেতাই যাতে কেনাকাটায় না ঠকেন, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

কেনাকাটায় ঠকলে কনজিউমার আদালতে অভিযোগ জানানো যায়, এছাড়া কনজিউমার কমিশনে গিয়ে সালিশির মাধ্যমে আপস মীমাংসা করা যায় বলে শিবিরে উপস্থিত সমাজকর্মী সদস্য’গণ শিবিরে আগত ব্যক্তিগনকে জানান। অসাধু ব্যবসায়ীর প্রচারিত হওয়া থেকে রক্ষা পেতে কেনাকাটার সময় সদা সতর্ক থাকার পরামর্শ দেন শিবিরের উপস্থিত স্বেচ্ছাসেবি সমাজকর্মী’গণ। প্রতিদিনই শিবিরে বহু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *