উৎসবজেলার খবরসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

চাঁদপাড়ায় সুচেতনার ভাষা উৎসবে কৃতি সংবর্ধনা

নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মতো এবারও বাৎসরিক ভাষা উৎসবের আয়োজন করে চাঁদপাড়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুচেতনা বাংলা চর্চা কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থী’গণ। গত ২ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সুবীর সেন,

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা, শিক্ষক তরুণ কান্তি মন্ডল, প্রদীপ বিশ্বাস, শিক্ষিকা সুনিতা দাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বৈশাখী বর ও বিমল বিশ্বাস প্রমূখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জন্মদিনে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

সংস্থার কর্নধার মনোরঞ্জন ঘোষ সকল বিশিষ্টজনদের স্বাগত জানান। শিক্ষার্থীরা সকলকে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন। প্রতিষ্ঠানের অভায়া গ্রুপের সমবেত কন্ঠে দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানের সূচনা হয়।

তাদের বক্তব্যে ভাষা ও শিক্ষার প্রসারের এধরনের অনুষ্ঠানে গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ের লেটার মার্কস প্রাপ্ত এবং অংক বিষয়ে ১০০ তে ১০০ পাওয়া ছাত্র-ছাত্রীদের সেরার সেরা পুরস্কারে ভূষিত করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানের প্রাক্তন পড়ুয়া বর্তমানে চিকিৎসক বা অন্য পেশায় প্রতিষ্ঠিতদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। অংকে রোহন দাস (১০০) এবং বাংলায় সর্বোচ্চ সৃজিতা সাহাকে (৯৭) বিশেষ সম্মান জানানো হয়।প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীগণের মনোজ্ঞ সংগীত, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠান উপস্থিত সকলের মনোরঞ্জন করে।

প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক’গণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সুচেতনা ভাষা চর্চা কেন্দ্রের বার্ষিক উৎসব-২০২৪ বিশিষ্ট বাচিক শিল্পী জ্যোতি সাঁতরা ও নীলাঞ্জনা সাহার সুচারু পরিচালনায় সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *